শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রামের বাসিন্দা ও আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেনের বাড়িতে এবং তার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার উপজেলা প্রেস ক্লাবে ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোতাহার হোসেনের ভাই আজহারুল হক, বড় ভাইয়ের স্ত্রী সুরিয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম, আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার নজরুল ইসলাম, কর্মচারী হাসিবুর রহমান, এলাকাবাসী শফিকুল ইসলাম ও কাইয়ূম ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে গত ২২ সেপ্টেম্বর সন্ত্রাসীরা তার মালিকানাধীন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালে ও তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। কিন্তু গত ৮দিনেও পুলিশ তা মামলা হিসেবে রুজু করেনি। অবিলম্বে মামলা রুজু করে ওই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে