শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কাজিপুরে ধানের গোড়াপচা রোগে দিশেহারা কৃষক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
কাজিপুরে ধানের গোড়াপচা রোগে দিশেহারা কৃষক

চলতি রোপা আমন মৌসুমে ধানের গোড়াপচা রোগে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা বেড়েছে। প্রতিকার হিসেবে নানাবিধ কীটনাশক প্রয়োগ করেও ফলাফল না পেয়ে উৎপাদন নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে।

চলতি খরিপ মৌসুমে উপজেলায় ১১ হাজার ১০০ হেক্টর জমিতে রোপা আমন ৪৫০ হেক্টর সবজি, ৪২০ হেক্টর মাসকলাই, ৯০ হেক্টর মরিচের আবাদ হয়েছে। বৃষ্টি কমে গেলে মরিচ, কলাই ও সবজির আবাদ আরও বৃদ্ধি পেতে পারে বলে কৃষি অফিসের ধারণা। ধানের গোড়াপচা রোগের বিষয়ে কৃষি অফিস বলেন দীর্ঘস্থায়ী খরা ও ননইউরিয়া বিশেষ করে ফসফেট সার চাষের নিচে না দিয়ে উপরি প্রয়োগ করা হলে এবং দীর্ঘদিন চাষাবাদ হচ্ছে এমন ধান যেমন, স্বর্ণা (৫) বি আর ১১ পুরনো জাতের ধান চাষাবাদে এই রোগ বৃদ্ধি পাচ্ছে।

কৃষি অফিস বলেন ধান চাষাবাদের ক্ষেত্রে আধুনিক জাত যেমন ব্রিধান ৭৫ ও ৮৭ জাতের ধান চাষাবাদে গোড়াপচা রোগ কম হবে। এই রোগ নির্মূলে ছত্রাকনাশক প্রয়োগে কিছুটা উপকার পাওয়া যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে