রাজাপুরে ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসীর লিখিত অভিযোগ
প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে আলমগীর হায়দার নামে এক ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
আলমগীর হায়দার উপজেলার সাংগর গ্রামের আব্দুর রব মৃধার ছেলে। তার মুক্তিযোদ্ধার সনদ নাম্বার ম- ১৭৫৩৯ তাং-০৩/০২/২০০৩ ইং গেজেট-১১৫০, তাং-১৭/০৪/২০০৫ ইং।
লিখিত অভিযোগে এলাকাবাসী জানান, আলমগীর হায়দার কোনক্রমেই একজন প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তিনি তৎকালীন রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দুই নেতা মৃত সৈয়দ শাহ আলম ও মৃত সৈয়দ সামসুল আলমদের ভগ্নিপতি।
মুক্তিযুদ্ধের কোন পর্যায়েই কোন অংশগ্রহণ ছাড়াই শুধুমাত্র আত্মীয়তার সূত্রে ওই দুই ব্যক্তি ও শাহজাহান ওমর তাকে মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভূক্ত করেন। প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও এই ভূয়া তালিকাভূক্তির ফলে আলমগীর হায়দার বছরের পর বছর রাষ্ট্রীয় সম্পদ এবং সুবিধা ভোগ করে আসছেন। তার বড় মেয়ে জেসমীনকে মুক্তিযোদ্ধা কোটায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নিয়ে দেন।
উপজেলা ভূমি অফিসে আলমগীর হায়দার ও তার ছেলের একক কর্তৃত্ব। ভুয়া মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে অন্যের জমি নিজের নামে রেকর্ড করিয়ে নেওয়া তাদের বড় পেশা। ছেলে অভিক মৃধা সন্ত্রাসী কর্মকান্ডের কারণে ইতোমধ্যে ৩ থেকে ৪ বার জেলে গেছেন। সম্প্রতি জেল থেকে বের হয়ে ফের বাবার ছত্র-ছায়ায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছেন।
আলমগীর হায়দারের এমন অপকর্মের তদন্তে একটি নিরপেক্ষ, উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত দল গঠন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এলাকাবাসী। তারা অভিযোগে উলেস্নখ করেন- সরেজমিনে তদন্ত হলে অবশ্যই প্রকৃত সত্য বের হয়ে আসবে। তাই তারা সঠিক তদন্ত সাপেক্ষে ভুয়া মুক্তিযোদ্ধা আলমগীর হায়দারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।