'ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা ব্যর্থ হয়েছে'
প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
'সচেতন জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা ব্যর্থ হয়েছে'- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ ও চট্টগ্রাম মহানগর জামায়াতে আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, পতিত স্বৈরাচারী সরকার ইসলামের প্রচার প্রসারে ব্যাপক বাধার সৃষ্টি করেছিল। গত রোববার চট্টগ্রাম নগর জামায়াতের দেওয়ান বাজার দেওয়াজী পুকুর লেনস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে 'আগামী ৫ অক্টোবর রুকন সম্মেলন' সফল করার লক্ষ্যে প্রচার বিভাগীয় দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার সম্পাদক মোরশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উলস্নাহ। এ ছাড়া নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড প্রচার সম্পাদকরা।