গাজীপুরে গুলি ছুড়ে ব্যাংকের টাকা ছিনতাই ঘটনায় মামলা

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখার দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে ব্যাংকের ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। গত রোববার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করা হয়। তবে এখন পর্যন্ত টাকা লুটের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার বাদী হয়েছেন সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গাজী শহীদুজ্জামান। উলেস্নখ্য, জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখা থেকে ৭ লক্ষাধিক টাকা নিয়ে দুই ব্যাংক কর্মকর্তা দুজন আনসার সদস্যের সঙ্গে বের হন। তারা কোর্ট বিল্ডিং শাখায় টাকাগুলো জমা দিতে যাচ্ছিলেন। রথখোলা এলাকায় পৌঁছালে ছয়টি মোটর সাইকেলে ১২ জন যুবক এসে তাদের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে ফাঁকা গুলি ছুড়ে ও চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান।