'কন্যাশিশুর স্বপ্ন গড়ি আগামীর বাংলাদেশ' এই স্স্নোগানে বিভিন্ন জেলায় জতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবারর্ যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোটার্স ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার নীলফামারী জানান, নীলফামারীতে এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর এবং শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে জেলা সদরের সংগলশী হাজীপাড়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক। এতে সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের্ যালি শেষে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লুন নাজমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার আব্দুলস্নাহ আল মামুন, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইসলাম নাফিজ, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. চৈতী রায়, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা।আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) সিনথিয়া হোসেন। উপস্থিত ছিলেন আত্রাই থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও করতোয়ার উপজেলা প্রতিনিধি মুজাহিদ খাঁন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, পলস্নী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা কনফারেন্স রুমে এসিল্যান্ড মো. আসাদুজ্জামান সভাপতিত্বে উপজেলা মহিলা কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, গর্ভধারিণী মা শাহিনা আক্তার লিপি, মাহমুদা খাতুন।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোশাররত জাহানের নেতৃত্বের্ যালি বের হয়। শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, মহিলাবিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, বিরামপুর প্রেস ক্লাব কলেজ বাজার সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর প্রেস ক্লাব কলাবাগান আহ্বায়ক শাহ আলম প্রমুখ।
নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইউএনও'র কার্যালয়ে এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও তামান্না হোরায়রার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রুমান হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। আরও বক্তব্য রাখেন সামাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন প্রমুখ।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এসিল্যান্ড রুপম দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, ক্রেডিট সুপারভাইজার মামুন উদ্দিন প্রমুখ।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান। প্রধান অতিথি ছিলেন ইউএনও উম্মে তাবাসসুম। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড জিন্নাতুল আরা। উপস্থিত ছিলেন উপজেলার সব দপ্তরের কর্মকর্তা সাংবাদিক, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে ইউএনও এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিদুল মিয়া, শিক্ষার্থী নাছরিন ইসলাম ও সামিয়া আক্তার।
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে ইউএনও শেখ জাবের আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার ওসি আনোয়ার জাহিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান মনির, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন দুলাল।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (ভার.) আব্দুর রৌফ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতের্ যালিতে নেতৃত্ব দেন ইউএনও প্রীতম সাহা। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও প্রীতম সাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রানী, সমাজসেবা অফিসার আরশাদ আলী ও গাংনী থানার ওসি তাজুল ইসলাম।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভায় ইউএনও রফিকুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় ৫০ জন শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক দপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবীর, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্রকর্তা একেএম ওলিউল ইসলাম প্রমুখ।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে সোমবার সকালে উপজেলা মিলনায়তনে ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিন, মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, পরিসংখ্যান অফিসার শারমিন আক্তার প্রমুখ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় একটি বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের্ যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু সোয়াইব খান, পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি আলহাজ বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক বিলকিস আরাসহ অন্যান্য কর্মকর্তা ও সুধীজন প্রমুখ।