শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দুই দফা দাবিতে পলস্নী বিদু্যৎ সমিতির মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
ঝিনাইদহে দুই দফা দাবিতে মানববন্ধন করেন পলস্নীবিদু্যৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা -যাযাদি

দুই দফার দাবি নিয়ে মানববন্ধন করেছেন পলস্নী বিদু্যৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন তারা। বু্যরো প্রধান, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে পলস্নী বিদু্যৎ সমিতির বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদু্যৎ সেবা নিশ্চিতকরণের দুই দফা দাবিতে মানববন্ধন করেছে পলস্নী বিদু্যৎ সমিতি। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল পলস্নী বিদু্যৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়াদ্দার, আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় সাড়ে ৪শ' কর্মচারী-কর্মকর্তারা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদারীপুর পলস্নী বিদু্যৎ সমিতির ডিজিএম মাহমুদুল হাসান, মঞ্জুরুল আলম, এজিএম সুবাস চন্দ্র দাস, জান্নাতুল ফেরদৌস, হাফিজুর রহমান খান। পরে কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরী হকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন পলস্নী বিদু্যৎ সমিতি, মৌলভীবাজার'র ডিজিএম জিয়াউল হক। উপস্থিত ছিলেন ডিজিএম গোলাম ফারুক মীর, ডিজিএম গোলাম সারোয়ার মুর্শেদ, এজিএম ক্লিনটন তালুকদার, এজিএম তারেক মাহমুদ, এজিএম মেহেদী হাসান তালুকদার, জুনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম।

ময়মনসিংহ বু্যরো জানান, ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর ডিজিএম মাজহারুল ইসলাম, এজিএম-২ আ. হান্নান, এজিএম-৩ শাহানুর হোসেন ও শাহিদা আক্তার, পলস্নী বিদু্যৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম, মো. সালাহউদ্দিন, আসাদুজ্জামান ভূঁইয়া ও রাজন কুমার দাস।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ঝিনাইদহ পলস্নী বিদু্যৎ সমিতির ডিজিএম আবু তৈয়েব মো. জহুরুল আলম, এজিএম হাবিবুর রহমান, মাহবুব আলম, জুনিয়ার প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে