সারাদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধসহ নানা দাবি নিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ এবং ধন রঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা'র হত্যাকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 'সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন'র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে পাহাড়ি শিক্ষার্থীদের অংশগ্রহণে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি।
পুনরায় কলেজের সামনে গিয়ে পথসভা করে শিক্ষার্থীরা।
এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী অংসালা মারমা, আনুচিং মারমা, এনুচিং মারমা ও সুজন ত্রিপুরা।
পথসভা থেকে আগামী তিন দিন উপজেলা ও পার্বত্য তিন জেলার সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়।
সেই সঙ্গে হত্যায় জড়িতদের দ্রম্নত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে, আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।