শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মতবিনিময় সভা

\হআত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই থানার নবাগত ওসি সাহাবুদ্দিন আত্রাই থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার থানা কার্যালয়ে এ সময় ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের আত্রাই উপজেলা সংবাদদাতা ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মুজাহিদ খান, সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা রুহুল আমিন, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মলিস্নক প্রমুখ।

প্রস্তুতিমূলক সভা

ম ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। বক্তব্য রাখেন, সহকারী কর্মকর্তা (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানার (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন কুমার রায়, সাধারণ সম্পাদক গৌতম নন্দী প্রমুখ। এসময় ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধি, ৩৮টি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মীরা।

সভা অনুষ্ঠিত

ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিবালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন, শিবালয় থানার ওসি আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উলাইল ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফন্টের সভাপতি নিখিল মালো, সাধারণ সম্পাদক বিকাশ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী।

খাবার বিতরণ

ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর নির্দেশে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময় ছিলেন ডিমলা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম সোহাগ, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক লিমন হোসেনসহ অন্যান্য নেতারা।

গণসমাবেশ

ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশের ঘোড়াশাল পৌরসভা শাখার আয়োজনে পলাশ বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামী ঘোড়াশাল পৌর আমির এডভোকেট মো. লোকমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মো. আমজাদ হোসেন। উদ্বোধক ছিলেন ঘোড়াশাল পৌরসভা (দক্ষিণ) শাখার পৌর আমির মাওলানা বেলাল হোসেন। আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মো. মোজাম্মেল হক ও উপজেলা সেক্রেটারি মাওলানা মো. মাসুদ করিম।

আলোচনা সভা

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া থানার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে উদযাপিত হয় সে লক্ষ্যে তালোড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় তালোড়া চাল কল মালিক সমিতির কার্যালয়ে তালোড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ প্রসাদ কানুর সভাপতিত্বে ও থানার এস আই নিয়ামান নাসিরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ মেহেরুল ইসলাম, তালোড়া পৌর জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাই বাবু, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু।

শ্রেষ্ঠ অধ্যক্ষ

ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিবালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে রোববার সকালে শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ওই কলেজের শিক্ষকরা জানান, শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজটি ১৯৯২ সালে মাত্র ১৭ জন ছাত্রছাত্রী নিয়ে কলেজের ক্লাস শুরু করা হয়। ড. বাসুদেব কুমার দে শিকদার ১৯৯২ সালে কলেজে যোগদান করার পর ২০১০ সালের মধ্যে ৫ বার উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সহয়তা দেওয়া হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলার কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এ সহায়তা দেয় আহমদ বিলাল জনকল্যাণ ট্রাস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে দিলওয়ার হাসেন'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আহমদ বিলাল ট্রাস্টের কর্ণধার মাও. আহমদ বিলাল, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার'র চক্ষু বিশেষজ্ঞ মো. আব্দুল মান্নান, ডা. সৈয়দ জিশান আহমদ, ডা. রিওতা চৌধুরী, কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ'র অধ্যক্ষ মো. আব্দুল করিম।

সভা অনুষ্ঠিত

ম চট্টগ্রাম বু্যরো

চট্টগ্রামে বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ আবু নোমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুফতি মাওলানা আহমদুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মামুনুর রশিদ নুরী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাওলানা মিয়া মুহাম্মদ হোসাইন শরীফ, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আজম, অধ্যক্ষ মাওলানা হামেদ হাসান, মাওলানা মহসিন আল হোসাইনী, অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মাহবুব, মাওলানা আনোয়ার হোসাইন।

ডিজিটাল বাস সার্ভিস

ম কক্সবাজার প্রতিনিধি

পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে আধুনিক বাস ব্যবস্থাপনা পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকসহ সাধারণ যাত্রীদের জন্য 'অনলাইন বাস টার্মিনাল' সেবা চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট মোড়ে এ ডিজিটাল বাস সার্ভিস সেবার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উলস্নাহ। বক্তব্য রাখেন পরিবহণ শ্রমিক নেতা খোরশেদ আলম শামীম, গ্রীন লাইন পরিবহণ সার্ভিসের ইনচার্জ সুলতান আহমদ, পরিবহণ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল আলমসহ অনেকে।

স্কুলে চুরি

ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার গ্রিলের তালা ও অফিসের রুমের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, সদর উপজেলার বিক্রমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ল্যাপটপসহ অন্যান্য মালমাল চুরির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রস্তুতি সভা

ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে শ্রী শ্রী শারদীয় দুর্গা উৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসময় ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইকবাল হাসান, ওসি (তদন্ত) মো. আশরাফ আলী। আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান হেলাল খান, সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, নলছিটি পূজা উদযাপন কমিটির সভাপতি জনারধন দাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল দাস।

মতবিনিময় সভা

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মাধবদী পৌরসভা পূজামন্ডপ উদযাপন কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী গৌড় নিতাই আখরা ধামের সহ-সভাপতি চন্দন কুমার সাহা। এসময় ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজন দাশ, পৌরসভা বিএনপির সভাপতি মো. আমান উলস্নাহ আমান, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ও জেলা সমবায় প্রশিক্ষণ ইউনিটের বাস্তবায়নে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের অডিট অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পাল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. তরিকুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের অনন্ত কুমার সরকার, জেলা সরজমিন তদন্তকারী পলাশ সাহা প্রমুখ।

অভিভাবক সমাবেশ

ম নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার সার্বিক মান উন্নয়নে শিক্ষার্থীদের শিষ্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বিষ্ণুপুর-ইটালী মডেল হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন।

সেবা প্রদান

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ও গবাদিপশু-হাঁস-মুরগির চিকিৎসাসেবা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোববার সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের মোজাহের পাড়া এলাকায় সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) চন্দনাইশ শাখার বাস্তবায়নে এবং পলস্নী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ সময় ছিলেন ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোশারফ হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক শাহীন আলম, মাঠ কর্মকর্তা আজিজুল খান, আতিকুর রহমান, সুমন চাকমা, মো. ইদ্রিস আলী প্রমুখ।

মতবিনিময় সভা

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়িতে ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি, নাজিরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ ও ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ফটিকছড়ি ম্যারেজ পার্কে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উলস্নাহ বাহার। এ সময় ছিলেন এজাহার মিয়া, ইদ্রিস মিয়া ইলিয়াছ, নুরুল ইসলাম তালুকদার, জাহাঙ্গীর আলম, একরামুল হক বাবুল, বেলাল হোসেন, নজরুল ইসলাম, আব্দুল হান্নান, ওসমান গণি, ইয়াকুব শহীদ, সেলিম মাস্টার।

বরণ অনুষ্ঠান

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) প্রধান নির্বাহীদ্বয়ের (সিইএক্স) বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার বেলা ১১টায় বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদায়ী অতিথি ছিলেন কেলোকার সাবেক প্রধান নির্বাহী ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। আগত অতিথি ছিলেন কেলোকায় সদ্য যোগদানকৃত প্রধান নির্বাহী মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেলোকার কর্মব্যবস্থাপক (আর) মো. ময়েন উদ্দিন সরদার। উপস্থাপনায় ছিলেন সহ-কর্মব্যবস্থাপক ধীমান ভৌমিক ও এসএসএই মাসুদ খান।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব ব্রত রায়, গুড নেইবারস বাংলাদেশের নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিম, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির সিডিসি ভাইস চেয়ারম্যান আব্দুলস্নাহ আল মামুন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সোলায়মান আলী প্রমুখ।

সেলাই প্রশিক্ষণ

ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের জীবিকায়ন কম্পোনেন্টের আওতায় উপকারভোগীদের মধ্যে অকৃষিজ দক্ষতা উন্নয়নমূলক মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণের ২৫ জন অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়। রোববার ভাদুরিয়া পিপিইপিপি-ইইউ প্রকল্প অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এমএফ মো. আব্দুস সালাম, প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ, এলাকা ব্যবস্থাপক, আব্দুল ওহাব, প্রোগ্রাম অফিসার (জীবিকায়ন) মো. হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক মজিদুল ইসলাম।

সভা অনুষ্ঠিত

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উলস্ন্যা জিকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহ সুলতান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান ভূঁইয়া দোলন। প্রধান বক্তা ছিলেন কুমিলস্না দক্ষিন জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক। বিশেষ বক্তা ছিলেন কুমিলস্না দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে