শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ময়মনসিংহে সম্প্রীতি বিনষ্টকারীদের বিচার দাবিতে পদযাত্রা

ময়মনসিংহ বু্যরো
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ময়মনসিংহে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয় -যাযাদি

ময়মনসিংহে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে হাজারো জনতার পদযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক মফিদুল আলম ও পুলিশ সুপার আজিজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে সচেতন নাগরিক সমাজ।

স্মারকলিপি প্রদানকালে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, শরাফউদ্দিন কোহিনুর, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন।

বক্তারা জুলাই অভু্যত্থানে গণহত্যা, গুম-খুন, বালু ও ভূমি দসু্য, পরিবহণ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম, কায়কোবাদ মামুন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, দক্ষিণ জেলা যুবদলের সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল আলম খসরু, সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, মহানগর সভাপতি আমিনুল হক ফয়সাল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে