নরসিংদীর বেলাবোর নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় (ডিগ্রি) কলেজের অধ্যক্ষের রুমে তালা দেওয়ার প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম লাল মিয়া, চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম ফরিদ, যুবদল নেতা রবিন মোলস্না, সাইফুল ইসলাম, প্রাক্তন ছাত্রদের পক্ষে মাসুদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, 'বর্তমান সভাপতি ও তার দোসররা কলেজে এসে তালা দিয়েছে। এতে করে কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। তাছাড়া কিছু দিন আগে কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপস্নবকে সভাপতি নির্বাচিত করতে সুপারিশ করে এবং সভাপতি নির্বাচিত হয়।
কিন্তু অধ্যক্ষের সুপারিশ ছাড়া কীভাবে গত তিন দিনের ব্যবধানে হারুন অর রশিদ সভাপতি হয়েছে কর্তৃপক্ষের কাছে জানতে চাই।'
বর্তমান সভাপতি হারুন অর রশিদ বলেন, 'গতকাল জানতে পারি কলেজের সাবেক অধ্যক্ষ নুরুজ্জামান প্রয়োজনীয় নথি গোপন করার জন্য বাড়ি নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উক্ত নথিপত্র উদ্ধার করে কলেজের রেখে তালা দেই এবং আজ নতুন অধ্যক্ষকে বুঝিয়ে দেই।'