শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

কুমিলস্না মডার্ন হাইস্কুলের প্রধানসহ ৩ শিক্ষকের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কুমিলস্না মডার্ন হাইস্কুলের প্রধানসহ ৩ শিক্ষকের অপসারণ দাবি

কুমিলস্না মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক একেএম আকতার হোসেন, সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার, আবুল কাসেমসহ ৩ শিক্ষকের অনিয়ম-দুর্নীতির অভিযোগে অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। রোববার শিক্ষার্থীরা স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কোনো শিক্ষক-কর্মচারীকে স্কুলে প্রবেশ করতে দেয়নি। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে তাদের কর্মসূচি পালন করে। এতে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র আন্দোলনের মুখে ওই ৩ শিক্ষক রোববার পর্যন্ত স্কুলে অনুপস্থিত রয়েছেন।

এদিকে এসব অভিযোগের বিষয়ে তদন্ত দাবি করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুমিলস্না জেলা প্রশাসকের কাছে ১২ সেপ্টেম্বর ১৬ দফা অভিযোগ দাখিল করে। এসব অভিযোগ তদন্তের জন্য ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি করা হয়। ক্ষুব্দ শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ৩ শিক্ষকের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় রোববার তারা স্কুলটির প্রধান ফটকে তালা লাগিয়ে ক্লাস বর্জন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে