শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

নাশকতার মামলায় শাবি ছাত্র লীগের সভাপতি গ্রেপ্তার

তিন জেলায় আরও আটক ৬
স্বদেশ ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নাশকতার মামলায় শাবি ছাত্র লীগের সভাপতি গ্রেপ্তার

সিলেটে নাশকতার মামলায় শাবি ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছের্ যাব। এ ছাড়া ময়মনসিংহ, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও পাবনার আটঘরিয়ায় ধর্ষণের অভিযোগ, চোর ও ডাকাতসহ দুজনকে আটক করেছে এলাকাবাসী ও পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

শাবি প্রতিনিধি জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছের্ যাব-৯। খলিলুর রহমান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। শনিবার দুপুর দেড়টায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকের্ যাব-৯ ও ১৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের্ যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। উলেস্নখ্য, খলিলুর রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের লেকের মাছ বিক্রি, চাঁদাবাজি ও শাবি শিক্ষার্থী রুদ্র সেন হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ময়মনসিংহ বু্যরো জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়াগামী জারিয়া লোকাল ট্রেনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মুঠোফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর একটায় ময়মনসিংহ রেলওয়ে থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান রেলওয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। তারা হলো- মো. রাশেদ (২২), মো. আকাশ মিয়া (২৫), মো. ইমন (২২) ও মো. হৃদয় (২০)। এর মধ্যে রাশেদ নগরের বলাশপুর আবাসন এলাকা, আকাশ ভাটিকাশার এলাকা, ইমন চরকালিবাড়ী এলাকা এবং হৃদয় মুক্তিযোদ্ধা আসান এলাকার বাসিন্দা।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার রাতে দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দি এলাকায় চুরি করার সময় রেজয়ান ঘোরামী ওরফে রিজন (২৫) নামে এক বৈদু্যতিক ট্রান্সফরমার চোরকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক চোর ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার কচুয়া গ্রামের মো. শাহজাহান ঘোরামীর ছেলে এবং ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাবাড়ী আদর্শবাগ এলাকার মিজানুর রহমান মজনুর বাড়ির ভাড়াটিয়া। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আড়াইহাজার থানা পুলিশ জানায়, এ ব্যাপারে একটি মামলা দায়ের হলে ধৃত চোর রেজয়ান ঘোরামী ওরফে রিজনকে রোববার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

পাবনা প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাঈম হোসেনকে (১৫) আটক করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাঈম চাঁদভা হাটপড়া গ্রামের আমির হামজার ছেলে। আর ভুক্তভোগী শিশু ব্র্যাকপাড়া গ্রামের বাসিন্দা। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর পিতা বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে নাঈমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে