দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে শ্রমিকদের ফলপ্রসূ আলোচনার মাধ্যমে, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকরা আন্দোলনের আল্টিমেটাম প্রত্যাহার করে নিরবচ্ছিন্ন পাথর উত্তোলনে মালিক শ্রমিক ঐক্যমত প্রকাশ করেছেন।
গত শুক্রবার রাতে পাথর খনির ওয়েল ফেয়ার ভবন চত্বরে খনিটির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-টেস্ট কনসোর্টিয়াম জিটিসি'র সঙ্গে শ্রমিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের পদোন্নতি ও বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান মেনে নেয়। তাই শ্রমিকরা ৩০ সেপ্টেম্বরের আন্দোলনের আল্টিমেটাম প্রত্যাহার করে নেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. আশিক জামান, জিটিসি'র শ্রমিক কল্যাণ উপদেষ্টা ও শ্রমিক প্রতিনিধি নুরুজ্জামান, আলিম, হাছান, মিঠু, ও সিরাজুল প্রমুখ।
উলেস্নখ্য, মধ্যপাড়া খনি শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে আগস্ট মাসের শেষ ভাগে আন্দোলন শুরু করেন। শ্রমিকরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলনের আল্টিমেটাম ঘোষণা দেয়। ২৮ সেপ্টেম্বরের দাবি পূরণ হওয়ায় তারা আল্টিমেটাম প্রত্যাহার করে নেন।