শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

গফরগাঁওয়ে অবৈধভাবে মজুত করা টিসিবির পণ্য উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গফরগাঁওয়ে অবৈধভাবে মজুত করা টিসিবির পণ্য উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মজুত করা টিসিবির ৬০ কেজি ডাল ও ৬০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রাম থেকে এসব পণ্যসামগ্রী উদ্ধার করে। এ সময় তাদের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী। অভিযান টের পেয়ে ডিলার আনিস ও হোসেন পালিয়ে যান।

গফরগাঁওয়ে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার মেজর শরিফ আহাম্মেদ জানান, টিসিবির কার্ডধারীদের বঞ্চিত করে পণ্যসামগ্রী অবৈধভাবে মজুদের খবর পেয়ে টিসিবির সাবেক ডিলার আনিস উদ্দিন আকন্দ ও হোসেন মিয়ার ঘরে অভিযান চালানো হয়।

তিনি বলেন, কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিক্রি না করে অবৈধভাবে মজুদের অভিযোগে সাবেক ডিলার আনিস উদ্দিন আকন্দ ও হোসেন মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাছাড়া অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে