শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আড়াইহাজারে অতিবৃষ্টিতে পোলট্রি ফার্মের ক্ষতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আড়াইহাজারে অতিবৃষ্টিতে পোলট্রি ফার্মের ক্ষতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিবৃষ্টির কারণে পোলট্রি ফার্মগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। বৃষ্টি চলাকালীন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে খামারের মুরগিগুলো ঝিমাচ্ছে। কচি কচি বাচ্চাগুলো এদিক-সেদিক ঘোরাঘুরি করছে। গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত টানা বর্ষণে সব পোলট্রি ফার্মে থাকা মুরগি ও বাচ্চাগুলো জবুথবু হয়ে বসে থাকতে দেখা গেছে। ফার্ম মালিকরা জানান, এ অবস্থায় মুরগিগুলো ঠান্ডাজনিত সমস্যায় ভুগে থাকে। ফলে এদের পেছনে চিকিৎসা ব্যয় হয় এবং অনেক সময় মুরগি ও বাচ্চা মারা যায়।

আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় কয়েক হাজার পোলট্রি ফার্ম রয়েছে। এর মধ্যে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া, রাইনাদী, হাইজাদী, কাহিন্দী, ইলমদী, সেন্দী, মাধবদী, উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী, আতাদী, জাঙ্গালিয়া, খাগকান্দা ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ ১০টি ইউনিয়ন এবং আড়াইহাজারসহ দুটি পৌরসভার প্রায় প্রতিটি গ্রামে ছোট-বড় অনেক পোলট্রি খামার রয়েছে।

খামার মালিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মুরগির বিক্রয় মূল্য এখন আগের তুলনায় কিছুটা কম বলে লাভও কম। ভারী বৃষ্টির সময় বিদু্যৎ থাকে না। ফলে মুরগি ও বাচ্চা প্রয়োজনীয় মাত্রায় তাপ পায় না। তার উপর অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং রোগবালাইয়ের কারণে অনেক মুরগি মরেও যায়। ফলে কোনো কোনো সময় লাভের চেয়ে লোকসানই বেশি গুনতে হয়। এ ব্যাপারে কথা বলার জন্য আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাকে সাক্ষাতে এবং ফোনে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে