শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

'শিক্ষা ক্ষেত্রে অতীতের নৈরাজ্য বন্ধ করতে হবে'

সিলেট অফিস
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
'শিক্ষা ক্ষেত্রে অতীতের নৈরাজ্য বন্ধ করতে হবে'

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বৈষম্যের শিকার শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির মাধ্যমে শিক্ষাঙ্গনে সুপরিবেশ ফেরাতে হবে। শিক্ষা ক্ষেত্রে অতীতের নৈরাজ্য বন্ধ করতে হবে।

শনিবার সিলেট নগরীর একটি হোটেলে চার জেলার শিক্ষকদের বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের লাগামহীন দৌরাত্ম্যে শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি হয়। দলীয়করণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুই ধ্বংস করেছে। অনেক শিক্ষকমন্ডলী নজিরবিহীন বৈষম্যের শিকার হয়েছেন। যার ফলে শিক্ষাঙ্গন থেকে প্রতিবাদ শুরু হয়েছিল। যা পরে গণ-অভু্যত্থানে হাসিনা সরকারের পতন।

অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও লেফটেন্যান্ট মনির আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যক্ষ জিলস্নুর রহমান শোয়েব, সহকারী অধ্যাপক নূরুল ইসলাম আলমগীর, প্রভাষক বায়েছ আহমদ, আজিজ আহমদ, জুবায়ের আহমদ জুবের, মাওলানা রওনক আহমদ, আং জলিল, রফিকুল মোরসালীন বাবর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে