শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে মাদ্রাসা সুপারের শাস্তির দাবি

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চৌদ্দগ্রামে দুর্নীতির অভিযোগে মাদ্রাসা সুপারের শাস্তির দাবি

বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগে মাদ্রাসা সুপারের শাস্তির দাবিতে কুমিলস্নার চৌদ্দগ্রামে সংবাদ সম্মেলন করেছে শ্রীপুর বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক ও সাবেক পরিচালনা কমিটির সদস্যরা। রোববার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক সভাপতি এমদাদুল হক শাহী। লিখিত বক্তব্যে তিনি উলেস্নখ করেন, ২০০৭ সালের ২ ডিসেম্বর মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাছেম প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন। বহিষ্কার প্রতিরোধ করতে তিনি ২০১০ সালের ৩০ মে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ছলছাতুরির আশ্রয় ধরে আবুল কাছেম বহিষ্কারের আদেশ ও পদত্যাগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

প্রায় ১৬ লাখ ৯০ হাজার ২৮১ টাকা আত্মসাতের ঘটনায় মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত সুপার আ. ক. ম ইব্রাহিম ভুঁইয়া ২০১২ সালের ৬ আগস্ট কুমিলস্নার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি ২০১৩ সালে তদন্ত করে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুদ্দিন অভিযোগপত্র প্রদান করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে