হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ৯ জেলায় মানববন্ধন
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হত্যার বিচার, ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির বিচারসহ বিভিন্ন দাবিতে ১২ জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বির হত্যাকারী ও সহযোগীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার বেলা ১১টায় মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে ওই মানববন্ধন করা হয়। তবে এ ঘটনায় রাব্বি হত্যাকারী মাজহারুলকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
রাব্বি মিয়া (১৩) উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের ফজলুল হকের ছেলে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, চাকরিচু্যত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। রোববার শহরের পাবলিক লাইব্রেরি মাঠের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদ কুষ্টিয়া ও চাকরিচু্যত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে তাদের দাবি আদায়ের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ভারতে হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা ওলামা ও ইমাম পরিষদের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন মহেশপুর কওমি মাদ্রাসার সহ-সভাপতি নাজির আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ওলামা পরিষদ মহেশপুর শাখার সেক্রেটারি সরোয়ার হোসেন প্রমুখ।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মহানবীকে কটূক্তি করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। রোববার প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসলিস্ন, উলামা পরিষদ, গোপালগঞ্জের ব্যানারে এ কর্মসূচি পালন করে।
মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্তত ২৫ জন বক্তা বক্তব্য রাখেন।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। রোববার শিক্ষার্থী আমির হামজার নেতৃত্বে মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে আবারো মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চরবভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, মহানবীকে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় তাওহীদি জনতা। রোববার চরভদ্রাসন সদর বাজারে ওলামা পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ নোমান মানসুর, হাফেজ আব্দুল মান্নান, মাওলানা জহুরুল হক, মাওলালা জাহাঙ্গীর আলম ফাহিম, মুফতি সেলিম হুসাইন, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান আমিনী ও মুফতি সালাউদ্দিন প্রমুখ।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মামলা, ঘুষ, চাঁদাবাজি বন্ধের দাবিতে এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন এবং মহসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার উপজেলার সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে ও মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কামাল হোসেন ও আব্দুর রউফ, শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হকের অপসারণের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজারহাট ইউনিয়নের বাসিন্দারা। সমাবেশে বক্তব্য রাখেন রাজারহাট সদর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল হক ব্যাপারী, হযরত আলী, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়ক আল মিজান মাহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম ও মোজাম আলী প্রমুখ।
শরীয়তপুর সদর প্রতিনিধি জানান, শরীয়তপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকের মৃতু্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবজাতকের স্বজন ও শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বক্তব্য রাখেন নবজাতকের মামা সিমান্ত হাসান প্রিয় ও নবজাতকের বাবা বাবুল শিকদার শিক্ষার্থী রাবেয়া।