শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুরে নৌকা বাইচ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে অনুষ্ঠিত নৌকা বাইচে অংশ নেওয়া নৌকার সারি -যাযাদি

যুব সমাজকে নেশার ছোবল থেকে দূরে রাখতে ও মানুষকে বিনোদন দিতে এবং গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুরে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ। গত শনিবার বিকালে মাদারীপুরের পেয়ারপুরের কুমার নদীতে গাছবাড়ীয়া এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচে মোট ৩০টি নৌকা অংশগ্রহণ করে।

এর মধ্যে প্রথম স্থান অধিকারীদের ২১ ইঞ্চি, দ্বিতীয় স্থানকারীদের ১৮ ইঞ্চি, একটি করে ফ্রিজ ও তৃতীয় স্থানকারীকে একটি কালার টেলিভিশন অংশগ্রহণকারী সবাইকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি রাশেদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদার।

সংঘের সভাপতি ও নৌকা বাইচের আয়োজক রাশেদুল ইসলাম ছোটন বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে গাছবাড়ীয়া যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে