সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দোয়া মাহফিল ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্বা রুহুল আমিন গাজীর মৃতু্যতে ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উপদেষ্টা মরহুম কাজী এম এ মোনায়েম, আজম জহিরুল ইসলাম ও মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) শাখার সদস্য কাজী আব্দুলস্নাহ আল আমিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ। সম্মেলন অনুষ্ঠিত ম রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২২৫টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারী নিয়ে সম্মেলন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা উপজেলা শাখা। শনিবার সকালে রায়পুরা অডিটোরিয়ামে রায়পুরা উপজেলা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন। রায়পুরা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান। সংবর্ধনা প্রদান ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এইচ এম ইশতিয়াক মামুনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে বেসরকারি উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সভাপতি আসাদুর রহমান জন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এইচ এম ইশতিয়াক মামুন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল বাশার। কর্মীসমাবেশ ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র মেরামতে তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে পৌরসভা বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সমাবেশ প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন। পৌরসভা বিএনপির আহ্বায়ক শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, হাজী ছামাদ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা এস. এম. নূরুল হক, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ. এম. রফিক উদ্দিন। সভা অনুষ্ঠিত ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁ জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নওগাঁ পুলিশ সুপারের সভাকক্ষে নওগাঁ জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কুতুব উদ্দিন। এ সময় আরও ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাসুদ ইসলাম, ওয়ালিউল ইসলাম, সেলিম হোসেন সাবু, সফিউল আলম, আব্দুস সাত্তার, আতিয়ার রহমান বাদল, গোলাম হোসেন, আবু বক্কর সিদ্দিক, শামীম আহমেদ, সিরাজুল ইসলাম প্রমুখ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বকশীগঞ্জ উপজেলার মুনীরা বেগম। তিনি বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। গত ২৪ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম জাতীয় শিক্ষা পদক-২০২৪ প্রদান সংক্রান্ত কমিটির যাচাই-বাছাই শেষে মুনীরা বেগকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন। মুনীরা বেগম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় খুশির আমেজ বিরাজ করছে তার কর্মস্থল গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। কমিটি গঠন ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে সবচেয়ে জনপ্রিয় মানবিক সংগঠন 'গফরগাঁও হেল্পলাইন'-এর সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে গফরগাঁও প্রেস ক্লাবের শামসুল হক মিলতায়নে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ফখরুল ইসলাম রিফাত, সাধারণ সম্পাদক তাশরিফ আহাম্মদ, অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত, সাংগঠনিক সম্পাদক মুমিন খান লাদেন দায়িত্ব পেয়েছেন। এ সময় ছিলেন গফরগাঁও হেল্পলাইনের উপদেষ্টা ও গফরগাঁও প্রেস ক্লাবের আহ্বায়ক রোবেল মাহমুদ, গফরগাঁও প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল আনসারি। ত্রাণ বিতরণ ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা পাড়ের খেয়াঘাট বাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান স্মরণে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় 'সাইফুর রহমান স্মৃতি সংসদের' আয়োজনে ত্রাণ বিতরণে কমর উদ্দিন মেম্বার'র সভাপতিত্বে ও আব্দুল হাকিম টিটু এবং আবুল ফতেহ ফাত্তাহ'র যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জামি আহমদ, উত্তরভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির মিয়া, এ সময় ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম। মাদকদ্রব্য ধ্বংস ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি। শনিবার সকালে খালিশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এ সময় ছিলেন বিজিবি'র কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা। বিজিবি জানায়, ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ত্রি-বার্ষিক নির্বাচন ম গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি মো. আশরাফুল আলম বাদশা, কার্যকরী সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ ও মো. রওশন মিয়াসহ অন্যান্যরা। চিকিৎসাসেবা ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দার বিজিবি ৩১ ব্যাটালিয়নের উদ্যোগে মতবিনিময় সভা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসকরা সহস্রাধিক ব্যক্তিকে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধপত্র প্রদান করেছেন। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বিজিবি ৩১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. ক. এএসএম খাইরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরুজ হোসেন। সংবর্ধনা প্রদান ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল হান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস'র পক্ষ থেকে থানা কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ছিলেন অত্র সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমদ, সাধারণ সম্পাদক মুফতী হাসান, সাংগঠনিক সম্পাদক এম এ জাফর আহমাদ, মুফতী ওমর ফারুক, শাহাদত হোসাইনসহ অত্র সংগঠনের নেতারা। সাধারণ সভা ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায়ী মো. আনোয়ার সাদেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির। সভা অনুষ্ঠিত ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন ও মাঠ পর্যায়ে পৌঁছাতে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বোনারপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ মিলন, বিএনপি নেতা জসিউল করিম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন। মতবিনিময় সভা ম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে। শুক্রবার বিকালে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ৮নং (আড়ইল) ওয়ার্ডের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজশাহী পূর্ব জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক জাবের আলী, দুর্গাপুর পৌরসভা শাখা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আলী। কর্মী সমাবেশ ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দত্তপাড়া বাজার ঈদগাহ মাঠে দত্তপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়াজ্জেম হোসেন রোমান। বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম দীপু, শিবচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমতিয়ার হোসেন চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আজমুল হুদা চৌধুরী ইথু, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সদস্য ড. শাহাদাত হোসেন। প্রস্তুতি সভা ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভায় উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুসতাসিন রহমান অনিদ্র, বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম, থানা বিএনপি'র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, বরিশাল জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মো. শিহাবুদ্দিন, পৌর জামায়াতের আমির মো. কাওসার হোসেন। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপ (পুরুষ ও মহিলা) ২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। যা চলবে আগামী ৩ অক্টোবর-২০২৪ দশম কার্যদিবস পর্যন্ত। তালখড়ি ইউনিয় পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠানে ট্রেনার ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, উপজেলা প্রশিক্ষক আনিছুর রহমান ও স্বপ্নাজ খাতুন। প্রশিক্ষণে ছান্দড়া গ্রামের ৬৬ জন অংশগ্রহণ করছে। ত্রাণ বিতরণ ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ফটিকছড়ির ভূজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। বৃহস্পতিবার সকালে ভূজপুর কাজিরহাট বাজারে প্রতিষ্ঠানটির শাখা অফিসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদক্ষেপের সহকারী পরিচালক মো. নবীউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ পরিদর্শক ফরিদ আহমেদ, সিনিয়র ব্যবস্থাপক আব্দুল হক ভূইয়া, ভূজপুর এরিয়া ম্যানেজার সুসময় চাকমা, গুইমারা এরিয়া ম্যানেজার মো. আবুল খায়ের সৈকত, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হামিদ, হেয়াকো ব্র্যাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন প্রমুখ। কমিটি গঠন ম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ভোলার চরফ্যাশন বাজার চাল আড়তদার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী ৩ বছরের জন্য সমিতির সভাপতি পদে মেসার্স রতন ট্রেডার্সের প্রোপ্রাইটার মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে মেসার্স মামুন ট্রেডার্সের প্রোপ্রাইটার মো. মামুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক মেসার্স এ এন কে ট্রেডার্সের প্রোপ্রাইটার জহরলাল সাহা নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে সমিতির পক্ষে দাপ্তরিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটি। আর্থিক অনুদান প্রদান ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে দেশের বিভিন্ন স্থানে সেনবাগের নিহত ও আহতদের স্মরণসভা ও আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধান অতিথি সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান। শনিবার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগরস্থ মান্নান সাহেবের বাড়িতে এ উপলক্ষে মেজবান ও স্মরণসভার আয়োজন করা হয়। সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বাবলুর সভাপতিত্বে ও সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপি নেতা কেফায়েত উল্যাহ সিআইপি। নগদ অর্থ প্রদান ম চাঁদপুর প্রতিনিধি চলমান বন্যাপরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর জেলার হাজীগঞ্জে সেনাবাহিনী কর্তৃক বন্যাদুর্গত অসহায় পরিবারের মধ্যে কিছু সংখ্যক ঢেউটিন, রবিশস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে এসব বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর আর্মি ক্যাম্পের মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (ভারপ্রাপ্ত অধিনায়ক, ২১ বীর)। এ সময় ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসির। প্রশিক্ষণ কর্মশালা ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর বেসরকারি এনজিও 'আশা' ব্রাঞ্চের আওতাধীন সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও প্রাইমারি স্কুল থেকে ঝরেপড়া রোধে আশা শিক্ষা কর্মসূচির আওতায় ১৫ জনকে নিয়ে ২৫ ও ২৬ সেপ্টেম্বর দুইদিনব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর বীরগঞ্জ কাহারোল অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. হাসান আলী। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন। এ সময় ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আবেদ আলী ও শিক্ষা সুপারভাইজার মো. সুমন আলী। মতবিনিময় সভা ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা জামায়াতে ইসলামী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। শনিবার উপজেলা জামায়াতে ইসলামী শাখার আয়োজনে পৌরশহরের তাদের দলীয় কার্যালয়ে সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার নায়েবি আমির সহকারী অধ্যাপক বেলালউদ্দীন প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি মিনাতুলস্নাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার, পৌর আমির আব্দুল মাতিন বিশ্বাস, পৌর সেক্রেটারি মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম। শান্তি সমাবেশ ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি মানিকগঞ্জের শিবালয়ে উথলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয় মাঠে উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন সেন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্না, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, যুবদল নেতা কামাল আহম্মেদ সুমন, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির খান। প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমু, প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার নবাগত ওসি মো. নাজমুল হক, মেডিকেল অফিসার মো. আহসান হাবিব, সংগঠনের সভাপতি সেলিম হাসনাত। বিদায় সংবর্ধনা ম শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের শাহরাস্তির বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম প্রধানিয়া, সাবেক সহকারী প্রধান শিক্ষক ঈমাম হোসেনসহ ৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্কুলের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছির আরাফাতের সভাপতিত্বে ও শিক্ষক মো. বিলস্নাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মো. মফিজুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, বিদায়ী সহকারী প্রধান শিক্ষক মো. ঈমাম হোসেন, শিক্ষক তাজুল ইসলাম, শামিমা ফেরদৌস, শাহেদ হোসেন সরকার ও আমেনা আক্তার। সমাবেশ অনুষ্ঠিত ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগতিতে চর রমিজ ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিবিরহাট বাজার প্রাঙ্গণে চর রমিজ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উলস্নাহ, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম। অন্যদের মধ্যে ছিলেন সেক্রেটারি মাওলানা আলী মর্তুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন্‌ মাওলানা জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন।