ধামরাইয়ে ইউএনও'র বাসভবনে লাখ লাখ টাকা আগুনে পুড়ে যাওয়ার ভিডিও ভাইরাল

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের সদ্য-বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে অগ্নিসংযোগের পর লাখ লাখ টাকার বান্ডিল আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ভিডিও স্যোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এতে তাকে নিয়ে সামালোচনার ঝড় উঠেছে। এলাকাবাসী বলছেন, ইউএনও'র বাসভবনে এই টাকা আসল কীভাবে। তাহলে কি তিনি অবৈধভাবে টাকা রোজগার করতেন, এভাবেই তার বিরুদ্ধে শুরু হয়েছে নানা গুঞ্জন। জানা গেছে, গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের খবরে সারাদেশের মতো ধামরাইয়েও ব্যাপক ভাঙচুর ও লুট হয়েছে। এ সময় ধামরাই থানা ও ইউএনও খান মো. আব্দুলস্না আল মামুনের বাসভবনে হামলা-ভাঙচুর করে দুর্বৃত্তরা। ইউএনও'র বাসভবনে অগ্নিসংযোগ করা হলে তার বাসায় লাখ লাখ টাকার বান্ডিল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় কয়েক লাখ টাকার বান্ডিল আংশিক পুড়ে যাওয়ার ভিডিও গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে তাক নিয়ে। জানা গেছে, ইউএনও খান মো. আব্দুলস্না আল মামুনের দেশের বাড়ি গোপালগঞ্জ জেলায়। ওই সময়ের ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখের বাড়িও গোপালগঞ্জে। তারা দুইজনই শেখ হাসিনার কাছের লোক পরিচয়ে ধামরাইকে অশান্ত করে তোলেন বলেও অভিযোগ ওঠে। এলাকাবাসীর দাবি, কীভাবে লাখ লাখ টাকা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে এলো। তিনি বেতনই পেতেন কত টাকা। এই টাকা বৈধ ছিল কিনা। আর বৈধ না হয়ে অবৈধ হলে এই টাকার সঙ্গে তার অফিসের কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি করেন তারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুলস্না আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।