নড়াইলে একটি স্নাইপার স্কোপযুক্ত রাইফেলসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদককারবারিসহ পাঁচ জেলায় আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি স্নাইপার স্কোপযুক্ত রাইফেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন নড়াইল ক্যাম্প। শনিবার উপজেলার খাশিয়াল বাজার থেকে দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন এসব অস্ত্রসহ ৪ জনকে আটক করে সেনাবাহিনী আটকরা হলো- খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০), সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস (৩০), আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪) ও রউফ জমাদ্দারের ছেলে বাদশা জমাদ্দার (৪৬)। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল ফয়সালকে (৪৫) গ্রেপ্তার করেছে র?্যাব ও পুলিশের যৌথ দল। শুক্রবার রাত ১০টায় শহরের মৌড়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল ফয়সাল মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, আল ফয়সাল সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার মনতলা এলাকায় চেক পোস্ট বসিয়ে একটি অটোরিকশা তলস্নাশি করে ৬০ কেজি ভারতীয় গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের জহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০) ও কেশবপুর গ্রামের মৃত সাচ্চু মিয়ার স্ত্রী সার বানু।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ফজিলা বেগম (৩২) ফুলবাড়ী উপজেলার উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। শনিবার উপজেলার নাগেশ্বরী কলেজ মোড়ে একটি অটোরিকশায় যাওয়ার সময় ১০ গ্রাম হেরোইসহ তাকে আটক করা হয়।
নাগেশ্বরী থানার ওসি রূপকুমার সরকার জানান, আটক নারীকে মাদক মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে জালিয়াতির দায়ে হাবিবুন্নবী মো. মহিউদ্দিন নামে এক মাদ্রাসার অধ্যক্ষকে জেলে পাঠিয়েছেন আদালত। গত ২২ সেপ্টেম্বর, চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক মোরশেদুল আলম এ আদেশ দেন। তিনি কুমিলস্নার বুড়িচং উপজেলার শ্রীপুর ইসলামিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার অধ্যক্ষ।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে ৩১ বস্তা সরকারি চালসহ ও কামাল হোসেন (৫০) নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলার ধলাই উনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জর ভাঙ্গা থেকে চালসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানার ওসি জুবাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালসহ একজনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শনিবার নন্দীগ্রাম থানার ওসি মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- বগুড়া মালতিনগর এলাকার মৃত মাজেদের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৪২) ও শাজাহানপুর থানার হেলেঞ্চা পাড়ার মৃত আহমেদ আলীর ছেলে বজলুর রশিদ (৫০)। এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, একটি পিকআপ ভ্যান ও ৪টি চোরাই গরু উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।