ময়মনসিংহের গৌরীপুরের মুঘল আমলের প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্তি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে আলোচনা সভা,র্ যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের সম্পাদক রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক মো. সাইফুল আলম, সমাজকর্মী মো. সামছুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তর জনপদে রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক উপজেলার নাম হচ্ছে গৌরীপুর। এখানে রয়েছে মুঘল-সুলতানি ও ইংরেজ আমলের বহু প্রাচীন নিদর্শন, ১২টি জমিদার বাড়ির ইতিহাস ও নিদর্শন, প্রাচীন মসজিদ, ঐতিহাসিক দিঘি, মন্দির, মধ্যযুগের মাজার, দুটি কেলস্না বা ফোর্টের ধ্বংসাবশেষ ও ইতিহাসখ্যাত ব্যক্তিবর্গের সমাধি। বক্তাদের দাবি উলিস্নখিত প্রাচীন স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক।