শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণে ৩ জনের কারাদন্ড

ভৈরবে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ
স্বদেশ ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণে ৩ জনের কারাদন্ড

কুমিলস্নার দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে ৩ জনকে কারাদন্ড ও কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ করেছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণ ও বিপণন করার দায়ে ৩ জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার গোয়ালনারী ইউনিয়নের ঢুলী নছরুদ্দী এলাকার ঢালি হাউজে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন ঢুলী নছরুদ্দি গ্রামের অলিউলস্নাহর ছেলে ফেরদৌসী, একই এলাকার শাহাজাহানের ছেলে আ. হাকিম ও মমিনের ছেলে হাবিব হাসান।

জানা যায়, নেওয়াজ নামক এক কোম্পানির গ্যাসের বোতল থেকে একটি মটরযন্ত্রের মাধ্যমে অধিক মুনাফার আশায় বসুন্ধরা, ফ্রেশ, যমুনা, ওমেরা, ডেলটা প্রভৃতি প্রতিষ্ঠানের লোগোসমৃদ্ধ সিলিন্ডার বোতলে অবৈধভাবে ও অনুমতিহীনভাবে গ্যাস ট্রান্সফার করা হচ্ছে। এতে একদিকে যেমন গ্রাহকদের সঙ্গে প্রতিশ্রম্নত পণ্য না দেওয়ার প্রতারণা করা হচ্ছে, অন্যদিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

এর আগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা দন্ড প্রদান করা হয়েছিল বলে জানা গেছে।

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ করেছে প্রশাসন। শনিবার মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

ওই অভিযানে পরিতোষ ও মুর্শিদ মিয়া নামের দুই জেলেকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান আহমেদ রাফি।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও ভৈরব নৌ-থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে