'জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না'

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, 'জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিগত দিনে যারা আমাদের ওপর অন্যায় অবিচার করেছে আমরা তাদের উপর প্রতিশোধ নেব না। আমাদের দেশের উন্নয়নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও দলমতের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।' শনিবার দোয়ারাবাজার সরকারি মডেল হাইস্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদের সভাপতিত্বে ও নায়েবে আমির কামাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে'র প্রেসিডেন্ট সুলতান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, ডা. হারিছ মিয়া, দিলোয়ার হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাহারুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ।