টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে শরীয়তপুরের ডামুড্যায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, পানিতে ডুবে পাবনার সাঁথিয়া, চট্টগ্রামের ফটিকছড়ি, মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ শিশুর মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও কালিহাতী প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার বলস্না পোস্ট অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত যুবক ইয়াছিন (২৪) উপজেলার বলস্না সিংগাইর এলাকার দীন ইলাহির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াছিনসহ প্রায় ১০-১২ যুবক বলস্না পোস্ট অফিসপাড়া এলাকায় পরিত্যক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতেন। শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায় স্থানীয়রা। শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, নিহতের হাত-পা ভাঙা, এ ছাড়া শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কালিহাতী থানা পুলিশ ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের ডামুড্যাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙাব্রিজ এলাকায় হামলার শিকার হন মাছ ব্যবসায়ী রাসেল সরদার (৩৫)। পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। নিহত রাসেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের এরিকাঠি গ্রামের ইচাহাক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের সঙ্গে একই এলাকার রাসেল সরদারের রাজনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। অভিযোগ উঠেছে, শুক্রবার দুপুরে রাসেল ইসলামপুর ভাঙাব্রিজ এলাকায় সেলুনে চুল-দাড়ি কাটাতে যান। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাতবরের নেতৃত্বে সাইফুল মাদবরসহ ১০-১২ জন হঠাৎ তার ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় পাঠান। ঢাকার হাসপাতালে রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, এজাহার পেলে মামলা নেব। আমাদের যেটা মনে হয়েছে, তাদের সঙ্গে প্রতিপক্ষের পূর্বের দ্বন্দ্ব ছিল, এ কারণেই ঘটনাটি ঘটেছে।
পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় নদীর পানিতে ডুবে আয়শা খাতুন (৪) ইনামুল হক (৫) নামে দুই শিশু ভাই-বোনের মৃতু্য হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়শা পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে ও ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে মামাত-ফুপাত ভাই-বোন ছিল। করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, গত বৃহস্পতিবার শিশু ইনামুল তার মা-বাবার সঙ্গে নানী মারা যাওয়ার খবরে দেখতে এসেছিল। তারপর আর বাড়ি যায়নি। শনিবার ছিল জিয়ারত অনুষ্ঠান। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। মামাত বোন আয়শার সঙ্গে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনই পানিতে ডুবে যায়।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়িতে পানিতে ডুবে মাশফিক নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃতু্য হয়েছে। শনিবার পৌরসভার ৭নং ওয়ার্ডের ধুরুং গ্রামের শেখ নিয়াজ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ওমান প্রবাসী কাইছার হামিদের ছেলে।
নিহতের চাচা তাহাসিন জানান, মাশফিক বাড়িতে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে ফাতেমা খাতুন (১২) নামে এক মানসিক প্রতিবন্ধী কন্যাশিশুর মৃতু্য হয়েছে। শনিবার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে মৃতু্যর ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, ফাতেমা তার চাচা এনামুল হকের সঙ্গে বাড়ির পাশে পাঞ্জাব মন্ডলের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষ করে চাচা এনামুল পুকুর থেকে উঠলেও ফাতেমাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা পুকুর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া সদর প্রতিনিধি জানান, কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামে মঙ্গলবার বিকালে নিখোঁজ শিশুর মরদেহ বুধবার দুপুরে বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শিশু শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সিদরাতুল মুনতাহা (৩)। নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশের জলাশয়ে ডুবে তার মৃতু্য হয়েছে।