টাঙ্গাইলে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা। জামালপুরের দেওয়ানগঞ্জ, বগুড়ার শিবগঞ্জ ও নড়াইলের লোহাগড়ায় ভিন্ন দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, গ্রামবাসী ও সহকারী শিক্ষকরা। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকালে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনে টাঙ্গাইলের সমন্বয়ক কামরুল ইসলাম, আল আমিনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাত বছর বয়সি মাদরাসা ছাত্র রমজান আলীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মাদরাসাতুল সুফফার শিক্ষার্থী ও স্থানীয়রা। শনিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিশুর বাবা মাছুদ মন্ডল, মা রেনুকা, স্বজন মঞ্জুরুল হক, বদিউজ্জামান, শাহিদা আক্তারসহ অন্যরা।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে একটি সরকারি জলাশয় অবৈধ দখলকারীদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা বারোকাউনিয়া গ্রামবাসী মীর মুগ্ধ স্কয়ার চত্বরে শনিবার মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গ্রামবাসী মো. মোবারক আলী, জাকির হোসেন, মুনছুর আলী, আ. রহিম, আ. মমিন, রাজিয়া বেগম প্রমুখ। অবৈধভাবে ক্ষমতা দেখিয়ে জলাশয়টি যুবলীগ নেতা মোজাহার আলী নাজু দখল করে আসিতেছে। অবিলম্বে অবৈধ দখলদার মুক্ত করে মসজিদের নামে জলাশয়টি লিজ দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করেন।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক শেখ মো. শওকত, শেখ আশকাত, কাজী ইমরান হোসেন হিরো, সদস্য সচিব হাসান আরিফ লিমন, সদস্য রকিবুল ইসলাম ডায়মন্ড, খালিদ হাসান রানা, আব্দুলস্না আল মামুন, মো. কামরুজ্জামান, নিলীমা সুলতানা, প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, শাহ আলমগীর হোসেন প্রমুখ।