শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষের্ যালি বের করা হয় -যাযাদি

রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতেকরণের প্রতিপাদ্যের বিষয় নিয়ে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ওর্ যালি অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত, জেলা তথ্য কর্মকর্তা আকলিমা আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক লুৎফর রহমান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, দিবস উপলক্ষে নীলফামারীর ডোমারে তথ্য মেলা-২০২৪'এর আয়োজন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মানবকল্যাণ পরিষদের পরিচালক ক্যাথরিন আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, পরিসংখ্যান অধিদপ্তরের তদন্তকারী আব্দুল বারী, এলাকা সমন্বয়কারী ইয়াছিন আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন- মানবকল্যাণ পরিষদের ফিল্ড ফেসিলিটেটর গৌরব কুমার দাস।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তথ্য কর্মকর্তা আলিসা জাহান মেঘনার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রবন্ধ উপস্থাপন করেন- জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আসাদুজ্জামান কাউছার। সভায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর ইউএনও রঞ্জন চন্দ্র দে, সহকারী কমিশনার সুস্মিতা সাহা, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি গকুল চন্দ্র দেবনাথ প্রমুখ।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুমি আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সনাক সভাপতি শামীমা খান, সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, টিআইবির এরিয়া কো-অডিনেটর আরিফ হোসেন বক্তব্য রাখেন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া জেলা প্রশাসন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক উপস্থাপনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আকতার। এই আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বেসরকারি (এনজিও) ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রনিনিধিরা অংশগ্রহণ করেন।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা তথ্য অফিসার আব্দুলস্নাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান, অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সদর ইউএনও আকাশ কুমার কুন্ড প্রমুখ।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার আব্দুলস্নাহ আল মামুন, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইসলাম নাফিজ, জেলা তথ্য অফিসার ইব্রাহীম মোলস্না সুমন, জয়পুরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি মামরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে