সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
জনসচেতনতামূলক সভা ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও নাজিরহাট ঝংকার মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাজিরহাট পৌরসভা কার্যালয়ে নাজিরহাট পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় ছিলেন কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা, সাংবাদিক, বাজার কমিটির নেতৃবৃন্দ, চালক সমিতি, মালিক সমিতি, শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ। প্রস্তুতি সভা ম মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। সভায় বক্তব্য রাখেন মধুপুরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন মাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবীর, আনসার কমান্ডার কামরুজ্জামান, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাধন মজুমদার প্রমুখ। কর্মসূচি পালন ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে বৃষ্টি উপেক্ষা করে ভাঙ্গা উপজেলায় কর্মরত শত শত সহকারী শিক্ষক এ কর্মসূচি পালন করেন। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক মুনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শিক্ষক সামচুল হক মাতুব্বর, শিক্ষক সঞ্জয় কুমার দে, মোস্তাফিজ আলম, শারমিন রহমান সুইট, ইয়ারন চৌধুরী, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, রাসেল সেখসহ অন্যান্য শিক্ষক। ত্রৈবার্ষিক কাউন্সিল ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ স্কাউটের ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার গৌরীপুর পাবলিক হল মিলনাতনে কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। উপজেলার গড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগম, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রম্নপের প্রধান বিদু্যৎ কুমার নন্দী, সরযূবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন খান। কমিটি গঠন ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পলস্নী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী মো. আব্দুলস্নাহ আল মোমেনকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়। মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রফিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাউছার বিদু্যৎ, স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন, নাহিদুর রহমান, রেজাউল করিম, শাহিনুর আলম তালুকদার। আলোচনা সভা ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাসুল (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সৈয়দ একেএম সরওয়ার সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না (দঃ) জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, বিজনেস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান সোহাগ। সচেতনতামূলক সভা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় নিতপুর ক্যাম্পের বিজিবি'র আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও-৮৮৩৩ সুবেদার মুনসেদ আলীর নেতৃত্বে সভায় স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতে অভ্যন্তরীণ গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানি ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। সমাবেশ অনুষ্ঠিত ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগতিতে চর আলগী ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রামদয়াল বাজার নুরানি হাফিজয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য এ আর হাফিজ উলস্নাহ, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, অন্যদের মধ্যে ছিলেন সেক্রেটারি মাওলানা আলী মর্তুজা, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা সাহেদ। চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি- ইইউ প্রকল্পের আওতায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার আফতাবগঞ্জ বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ে ২৯০ জন চক্ষু রোগীকে ফ্রি সেবা প্রদানসহ ৪৫ জন ছানী রোগীকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। এ সময় ছিলেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, এলাকা ব্যবস্থাপক মোলস্না রফিকুল রহমান, শাখা ব্যবস্থাপক নাজমুল হুদা, টেকনিক্যাল অফিসার নিউট্রিশন মেহেদী হাসান, সহকারী টেকনিক্যাল অফিসার, উত্তম বারোয়ার, সোহেল রানা, তমালিকা বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. মো. লেমন সরকার প্রমুখ। কর্মী সম্মেলন ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বড়দুয়ারা শাহী জামে মসজিদের ঈদগাহ মাঠে বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. মাসুকুর রহমানের সভাপতিত্বে ও ৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বড়দুয়ারা ইউনিটের সেক্রেটারি মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সাঙ্গু থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সাঙ্গু থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. ইলিয়াছ। ফ্রি মেডিকেল ক্যাম্প ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি ব্যথা সচেতনতা মাস উপলক্ষ্যে নরসিংদীর পলাশের ঘোড়াশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে ঘোড়াশালে অনামিকা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন অ্যানেস্থিসিয়া, অ্যানালজেসিয়া এবং ইনডেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ পিজি হাসপাতাল সহকারী অধ্যাপক ডা. রজত শুভ্র দাস। এ সময় ডা. বলেন, পলাশ উপজেলায় অনেক সময় অনেকে টাকার জন্য চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে না তাদের জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগদ অর্থ সহায়তা ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জামালপুর বিএনপি প্রবাসী পরিষদ। শুক্রবার সকালে কাদরা ইউনিয়নের জামালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিরোধীদলীয় চিফহুইপ জয়নুল আবদিন ফারুক। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুলস্নাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল। প্রস্তুতিমূলক সভা ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্ধদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নকলা থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নকলা উপজেলা শাখার আহ্বায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর, সদস্যসচিব অশীষ কুমার সাহা প্রমুখ। এ সময় ছিলেন বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকরা। কার্যালয় উদ্বোধন ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় তরগাঁও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারির সভাপতিত্বে ও তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারি, জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারি।