নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাবিপ্রবি প্রতিনিধি
দ্রম্নততম সময়ের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয়বারের মতো মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার ড. কুদরত এ খোদা একাডেমিক ভবনের সম্মুখে বৃষ্টির মাঝেও মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। উপস্থিত শিক্ষার্থীরা জানায়, 'বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার করেছে, এর আগেও কৃষি কলেজ হিসেবে ছিল। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় বেশ পুরনো। আমাদের শিক্ষকরা জ্যেষ্ঠ হয়েছেন, অভিজ্ঞ গ্রেড ওয়ানের প্রফেসরও রয়েছেন অনেকে। এর আগে বাইরে থেকে ভিসি নিয়োগে হয়েছে, সেসময় দেখেছি আমরা আমাদের সমস্যা, দাবিদাওয়াগুলো তার কাছে তুলে ধরার সুযোগ পেতাম না। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ক্যাম্পাসেরই নিরপেক্ষ, সৎ, দক্ষ ও গবেষক শিক্ষক প্রয়োজন। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সৎ, দক্ষ, নিরপেক্ষ ও গবেষক শিক্ষকদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক।' উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা জানান, 'আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শৈশবকাল, যৌবনকাল অতিক্রম করে পৌরত্বের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি আমাদের সম্মানিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা আগেই অর্জন করেছে।'