ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের সমাধির পাশে পরিত্যক্ত রেলওয়ের একটি জায়গা খেলার মাঠের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে মোস্তফা কামালের সমাধি সৌধের পাশে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান এবং রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এ দাবি জানানো হয়। বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে মাঠের নামকরণও করেছেন এলাকাবাসী। মানববন্ধনে দরুইন গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের তিন শতাধিক ছাত্র, যুবক ও অনেক প্রবীণ মানুষ অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মলনে মোগড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ছায়েব আলী বলেন, 'রেলওয়ের এই পরিত্যক্ত জায়গাটিতে কয়েক গ্রামের ছাত্র-যুবক খেলাধুলা করে। জায়গাটি মাঠ হিসেবে ব্যবহারের জন্য রেল কর্তৃপক্ষের কাছে আমরা বন্দোবস্তের আবেদন করেছি যা পক্রিয়াধীন। কিন্তু আমরা লোকমুখে শুনতে পাচ্ছি দরুইন গ্রামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে জায়গাটি এককভাবে লিজ আনার চেষ্টা করছেন। এরকম হলে ৬-৭ গ্রামের ছাত্র-যুবকরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। এলাকার ছাত্র-যুবকদের খেলাধুলার স্বার্থে জায়গাটি খেলার মাঠ হিসাবে বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি।'
মোগড়াবাজার পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর খান বলেন, 'আশপাশে কোনো মাঠ নেই। আমরা চাই জায়গাটি মাঠ হিসেবে ব্যবহার হোক। ব্যক্তি স্বার্থে কেউ যেন জায়গাটি দখল করতে না পারে।'
রেনু মিয়া নামে আরেকজন বলেন, 'এলাকার মানুষ সবাই চায় এখানে মাঠ থাকুক। মাঠটি যেহেতু বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে করা হয়েছে সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষ এটাকে গুরুত্ব দেবেন বলে আশা করি।'
এ বিষয়ে অভিযুক্ত মানিক মিয়া বলেন, 'জায়গাটি রেলওয়ে থেকে আমি লিজ এনেছি। কিছু লোক আমাকে এখানে যেতে দিচ্ছে না। তারা যদি কাগজ দেখাতে পারে তাহলে আমি এ জায়গা নিয়ে কোনো দাবি করবো না।'