গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া পলস্নীবিদু্যৎ জোনাল অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় মোতালেব নামে এক লাইনম্যান গুরুতর আহতসহ ও রায়হান নামে এক কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। হামলাকারী একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
এলাকাবাসী, পলস্নীবিদু্যৎ অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার মৌচাক জোনাল অফিসের আওতাধীন ফুলবাড়িয়া সাব জোন বিদু্যৎ অফিসে এ হামলার ঘটনা ঘটে। গত বুধবার রাতে বৃষ্টি ও ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদু্যৎ লাইনে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বিভিন্ন এলাকার মতো উপজেলার বাঘাইর গ্রামেও বিদু্যৎ বিচ্ছিন্ন রয়েছে। এ ক্ষোভে ওই এলাকার কাউছার ও শামীমের নেতৃত্বে ১০-১৫ লোক বৃহস্পতিবার একটি পিকআপ ভাড়া করে লাঠিসোটা নিয়ে ফুলবাড়িয়া পূর্বপাড়া এলাকায় ওই বিদু্যৎ অফিস ও তাদের ভাড়া বাসায় হামলা চালায়। হামলা চালিয়ে ওই বিদু্যৎ অফিস ও একটি মোটরসাইকেল ভাঙচুর চালায় হামলাকারীরা। তারা মোতালেব নামে এক লাইনম্যানকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় ওই বিদু্যৎ অফিসের এজিএম রায়হান হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হামলাকারীরা।
খবর পেয়ে স্থানীয় জনতা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে কাউছার নামে এক হামলাকারীকে আটক করে। পরে আটককৃতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। এ ছাড়া স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় লাইনম্যান মোতালেবকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। এ ব্যাপারে মৌচাক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ওই ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।