'জামায়াতে ইসলামীকে উচ্ছেদ করার চেষ্টা বোকামি'

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে দীর্ঘদিন পর জামায়াতের ইসলামী বাংলাদেশ চন্দনাইশ পৌরসভার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার গাছবাড়ীয়া সরকারি মাধ্যমিক মডেল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা জামাতের সভাপতি কাজী মৌলানা কুতুব উদ্দিন। মাওলানা নাজিম উদ্দীন ও ইঞ্জিনিয়ার নুরুল কাদেরের যৌথ সঞ্চালনায় কর্মীসম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম চৌধুরী। এ সময় বক্তারা বলেন, '১৯৮১ সালের পরে প্রথমবারের মতো এভাবে মুক্তভাবে আমরা কর্মীসম্মেলন করতে পেরে আলস্নাহ্‌র দরবারে শুকরিয়া আদায় করছি। জামায়াতের ইসলামী এদেশে ভেসে আসে নাই, এ সংগঠনকে ধ্বংস করার সব অপচেষ্টা আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিহত করা হবে। এদেশের শ্রেষ্ঠ লোকেরাই জামায়াত করে এবং শ্রেষ্ঠ ছাত্ররাই ইসলামী ছাত্রশিবির করে।' কোরআন পেশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার আমির মাওলানা আইয়ুব আলী, চন্দনাইশ পৌরসভার সেক্রেটারী মওলানা কুতুব উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মওলানা আরিফুর রশিদ, আব্দুল খালেক নেজামী, চন্দনাইশ উপজেলা শাখার শিবির সভাপতি হাবিবুলস্নাহ ফয়সাল, প্রফেসর আজম খান।