চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছে। এদিকে পাবনার সাঁথিয়ায় জমির বিরোধে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে এক যুবক। এছাড়াও দুই জেলায় আরও দুই অপমৃতু্যর ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, ঝগড়া চলছিল বাবা- ছেলের মধ্যে। এ সময় ঝগড়া থামাতে আসেন চাচা। তখন ভাতিজা ক্ষিপ্ত হয়ে ওঠেন চাচার ওপর। একপর্যায়ে ছুরি দিয়ে চাচার পেটে আঘাত করেন ভাতিজা। এতে প্রাণ হারান চাচা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাবেক ইউপি সদস্য ঈসমাইল হোসেন দুল (৬৫) ঝাউবোনা গ্রামের মৃত্য সামার ছেলে ও ভাতিজা রবিউল ইসলাম ভুটু (২৫) একই গ্রামের মিলন আলীর ছেলে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ভোলাহাট থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইকবাল পাশা। তিনি জানান, রবিউল ইসলাম ভুটুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে সেলিম ওরফে সলিম মোলস্না (৪০) নামে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষরা। সেলিম উপজেলা ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোলস্নার ছেলে। শুক্রবার উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোলস্নাদের সঙ্গে তার ভাই সাত্তারের র্দীঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে সাত্তারের ছেলে কালাম ও নিজামরা বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশের বাগান থেকে বাঁশ কাটতে থাকে। এ সময় হবিবরের ছেলে সলিম চাচাতো ভাইদের বাঁশ কাটতে বাধা দেয়। এ ঘটনায় চাচাতো ভাই নিজাম সলিমকে বুকে লাথি মেরে ফেলে দেয় ও বাঁশ দিয়ে ঘাড়ে আঘাত করলে সে ঘটনা স্থলেই মারা যায়। খবর পেয়ে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে টেটা বিদ্ধ হওয়ার চারদিন পর রাকিব শিকদার (২৬) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। শুক্রবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য ঘটে। এ ঘটনায় তার বাবা মকদুম শিকদার বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রাকিবের বাড়ি সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামে। ছয় ভাই-বোনের মধ্যে সে ছিল চতুর্থ।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। রাকিবের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের বাহুবলে ধানক্ষেত থেকে বানিয়াচংয়ের সিএনজি অটোরিকশা চালক মাসুক মিয়া (৩২) মিয়া নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাসুক মিয়া বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর সিএনজি-অটোরিকশাসহ মাসুক মিয়াকে কে বা কারা ভাড়ায় নিয়ে আসে। এরপর মাসুক মিয়া আর বাড়ি ফেরেনি। ওইদিন থেকেই তার স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাহুবল উপজেলার রামপুর গ্রামের ধানক্ষেতে তার মরদেহ মিলল।
বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।