শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ক্রেস্ট কালচার বন্ধ করুন :পাবিপ্রবি উপাচার্য

পাবনা প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল -যাযাদি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আয়োজিত প্রীতিভোজের অনুষ্ঠানে বলেছেন, 'আমাকে এখানে যে ক্রেস্টটা দেওয়া হয়েছে এ জন্য ৫০০ টাকা খরচ হলে, এটা আমাকে না দিয়ে এই টাকা একটা গরিব পরিবারকে দিলে সবচেয়ে বেশি খুশি হতাম এবং পরিবারটির কোনো কাজে লাগত। ফুল, ক্রেস্ট কালচার বন্ধ করতে হবে।'

জুলাই-আগস্ট গণ-অভু্যত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং গত ১৭ বছরে যারা গুম, খুন হয়েছেন তাদেরকেও স্মরণ করেন উপাচার্য।

অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, দীর্ঘ ১৭ বছওে দেশে কোনো সিস্টেম তৈরি হয়নি। দেশে একটা স্বৈরাচারী শাসন চলেছে। বিভিন্নভাবে অধিকাংশ মানুষ বঞ্চিত হয়েছে। ছাত্র-জনতার গণ-অভু্যত্থানের মাধ্যমে জাতি একটা নতুন দেশ পেয়েছে। সেই দেশকে আমাদের সবার প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। সেজন্য আমাদের বড় স্বপ্ন দেখতে হবে।

তিনি আরও বলেন, 'আমি এখানে বসে দীর্ঘক্ষণ নানান সমস্যার কথা শুনেছি। কাউকে ডেকে এনে অভিযোগ করার কালচারও বন্ধ করতে হবে। হলের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেগুলো কমন সমস্যা। এগুলো বলার কিছু নেই। শিক্ষার্থীদের সব সমস্যা আমি হলে নিজে গিয়েই এক্সপেস্নার করব এবং সেগুলো সমাধান করব। আমি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হতে আসিনি, আমি এই বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হতে এসেছি। প্রতিটি পরিবারে সমস্যা থাকবে, আলোচনার মাধ্যমে পরিবারের একজন সদস্য যেমন পরিবারের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করেন, আমিও সেটি করব। সময় নিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। নতুন পরিবেশ তৈরি করতে হবে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আমিরুল ইসলাম। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান ও শিক্ষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে