শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

স্বদেশ ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

পাবনা প্রতিনিধি জানান, পাবনা পাবনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ সরকারি অ্যাডওয়ার্ড কলেজের সামনে থেকে মিছিলটি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ চত্বরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম, আতিকুর রহমান, অ্যাসেসিয়েশনের প্রধান পরিচালক এমএইচ অনিক, সাবেক সাধারণ সম্পাদক রাসেল এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি রিয়াদ খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি রুহান, সাংগঠনিক সম্পাদক রাতুল, আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে জুমার নামাজের পর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মুজিব সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কারামত আলী বলেন, 'আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

এ সময় আরও বক্তব্য রাখেন, মুফতি কামরুজ্জামান, মাওলানা মুনসুর আহমেদ, মাওলানা আব্দুল কায়ুম আহমেদ, মাওলানা আবুল হোসাইন, মাওলানা ঈসমাইল হোসাইন, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা কবির আহমেদ।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ঊষার আলো ফাউন্ডেশন। পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে পুরাতন বাস টার্মিনাল হয়ে হাসপাতালে মোড় ঘুরে পুনরায় বাস টার্মিনালে সমাবেশ করে বিক্ষোভকারীরা।

এ সময় ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক শাফায়াত উলস্নাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক তুহিন বিন আব্দুর রাজ্জাক, মাওলানা শামীম আহমাদ ও মাওলানা আইয়ুব আলী আনসারী। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আল আমিন গাজী, ছাত্রনেতা আরিফ হাসান, হামিদুল হক তনু, হিরক, তামিম, আশিক, ঊষার আলো ফাউন্ডেশনের নেতা হাসানুল বান্না তনু, মোখলেছুর রহমান শান্ত, হাসিব, তমাল, সাব্বির প্রমুখ।

হাবিপ্রবি প্রতিনিধি জানান, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন চত্বরে শেষ হয়। প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইলিয়াস হোসেন।

এছাড়াও সারাবিশ্বের মানুষের মুসলমান ও বিশ্বনেতাদের উদ্দেশ্যে ইংরেজি বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন। তিনি বলেন, 'মহানবী (সা) ও ইসলামের নামে কটূক্তি সারাবিশ্বের হৃদয়ে আঘাত করেছে আমরা হাবিপ্রবির শিক্ষার্থীরা সারাবিশ্বের মুসলমানদের সাথে একাত্বতা পোষণ করে ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামন থেকে 'নারায়ে তাকবীর, আলস্নাহু আকবার' স্স্নোগানে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, 'ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ওই কট্টর হিন্দুত্ববাদী নেতা।'

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে সাধারণ মুসুলিস্নদের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হাফেজ মুফতি শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাফেজ মুফতি মাহফুজুর রহমান, হাফেজ শহীদুল ইসলাম আন্দেপুরী, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ মুফতি নাজিম সিদ্দিকী প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। শুক্রবার উপজেলার মুকুন্দগাতী কেন্দ্রীয় ট্রার্মিনাল মোড়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি শাখার সভাপতি মুফতি হাবিবুলস্নাহ রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি শাখা সহসভাপতি- মাওলানা আতিক, মাওলানা জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক- মাওলানা আব্দুস সাত্তার, সাবেক কাউন্সেলর ইকবাল হোসেন, মাওলানা মুসা, মুফতি আবু ইউসুফ শরীফসহ শাখার সদস্যরা। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন মজলিসে জনতা।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তৌহিদি জনতার ব্যানারে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি নিমতলা মোড় মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা জামে মসজিদের সামনে এসে জমায়েত হয়।

মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কানাহার মাদরাসার মুহাতামিম মওলানা আবু মুসা মুহাম্মদের সভাপতিত্ব, ও আলামিন বিন আমজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা শাহাদাত উলস্নাহ্‌, শিক্ষা সচিব মুফতি নাজিবুলস্নাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মওলানা সাখাওয়াত হোসেন, বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মওলানা আবু বক্কর সিদ্দিক।

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের কালাইয়ে বাদ জুম্মা 'আন-নাজাত ফাউন্ডেশনের' ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য দেন কালাই আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা সেলিম রেজা, কালাই বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহজাহান আলী, কালাইয়ের পাঁচশিরা জামে মসজিদের খতিব আইয়ুব আলী আনসারী, কালাই ফকিরপাড়া জামে মসজিদের খতিব আরিফুল ইসলাম, কালাই ডাঁসপুকুর জামে মসজিদের খতিব শহীদুল ইসলাম, কালাই উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে জামে মসজিদের খতিব মোস্তফা আলী, কাজীপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব এনামুল হক, কালাই ডিগ্রি কলেজের এডহক কমিটির আহ্বায়ক তাজউদ্দীন তাজ, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার, জামায়াত নেতা মোজাফফর হোসেন প্রমুখ।

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মাধবদীতে উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জুমা নামাজের পর মুসলিস্নদের নিয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাধবদী বাজার বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মাধবদী বাসস্ট্যান্ডে হয়ে আবারও বড় মসজিদে এসে সংক্ষিপ্ত সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মাধবদী থানা উলামা পরিষদের উপদেষ্টা আলস্নামা রফিকুর রহমান, সভাপতি হজরত মাওলানা মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ইসহাক কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নরসিংদী জেলা সেক্রেটারি জাফরুলস্নাহ খান, মাধবদী থানা উলামা পরিষদ নেতা জামাল উদ্দিন মুঈনী, মাওলানা ওমর ফারুক, মুফতি রাকিব হাসান প্রমুখ।

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় জুমার নামাজের পর উপজেলার নলডাঙ্গা বাজারে সর্বসাধারণ মুসলিস্ন ও ছাত্র জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদ হতে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শেষ হয়।

পরে নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, মোহমিনুল হক, নাটোর এন এস কলেজের ছাত্র সোহানুর রহমান, আশিকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে