শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

গাজীপুরে শিশুদের নিরাপদ খাদ্য সচেতনতায় সভা

গাজীপুর সদর প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুরে শিশুদের নিরাপদ খাদ্য সচেতনতা কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জাকারিয়া -যাযাদি

গাজীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের নিরাপদ খাদ্য বাস্তবায়ন সংক্রান্ত সচেতনতামুলক কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের একটি রিসোর্টে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভুঁইয়া।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, 'নিরাপদ খাদ্য ও খাবারের পুষ্টিগুণ ধরে রাখতে পাঁচটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার বিষয়ক মৌলিক দক্ষতা ও জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে নিরাপদ, পুষ্টিসম্মত ও পরিমিত খাদ্য গ্রহণ আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ স্বাবলম্বী হয়ে গড়ে উঠে। এ সময় অনুষ্ঠানে উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তারা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে