আট জেলায় হত্যা মামলার আসামিসহ আটক ১১

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বিভিন্ন অপরাধে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, ময়মনসিংহের ভালুকা, নওগাঁর মান্দা, মেহেরপুরের গাংনী, নওগাঁর পোরশা, সুনামগঞ্জের মধ্যনগর ও সিরাজগঞ্জের তাড়াশে ১১ জন আটক করেন যৌথবাহিনী। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি হত্যা মামলার আসামি হিসেবে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, একটি হত্যা মামলায় এজহারভুক্ত আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে বৃহস্পতিবার রাতে কালীবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একাধিক মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা বাসাররফ হোসেন ভূঁইয়া ওরফে আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংসের ইনচার্জ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। গ্রেপ্তার আবুল বাশার বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ উত্তরা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি। তিনি সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের মৃত আমিনুল হক ভূঁইয়ার ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আবুল বাশারের বিরুদ্ধে সরাইল থানায় তিনটি মামলা রয়েছে। স্টাফ রিপোর্টার নেত্রকোনা জানান, নেত্রকোনার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যার অভিযোগে মামলায় শাহজাহান মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার ফজরের নামাজের ইমামতি করা নিয়ে দ্বন্দ্বে চাচা হাসিম উদ্দিনকে (৬৫) কিল-ঘুষি দেন শাহজাহান মিয়া। এতে ঘটনাস্থলে মৃতু্য হয় চাচা হাসিম উদ্দিনের। এ ঘটনায় নিহত হাসিম উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে শাহজাহান মিয়াকে আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত হাসিম উদ্দিন উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত শাহজাহান মিয়া ওই গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের ১২৫ বস্তা চালসহ মুহিম (৩৩) ও আতিকুল (২৫) নামে দু'জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপজেলার ডাকাতিয়ার বড় বাজারের আসমতের দোকান থেকে এ চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার ডাকাতিয়ার বড় বাজারের আসমতের দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের সরকারি চাল উদ্ধারসহ দুই জনকে হাতেনাতে আটক করে থানায় পুলিশের কাছে সোপর্দ করে ইউএনও। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান এ অভিযানের সত্যতা নিশ্চিত করে। ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ন কবীর জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত ও অন্য শিক্ষার্থীদেরকে মারপিটের অভিযোগে বখাটে যুবকসহ ২ জনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর- কাঁশোপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা চকভবাণী গ্রামের কাচারিপাড়ায় তাদের আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। আটকরা হলেন উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুর রউফের ছেলে বকুল হোসেন (২৩) ও একই গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহাগ হোসেন (১৬)। মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বৃহস্পতিবার সকালে বকুলকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে লিখিত মুসলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয় সোহাগ নামে ওই শিক্ষার্থীকে। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে ৩৬ কেজি গাঁজাসহ রাহিব ওরফে রাকিব (৩৫) নামের একজনকে আটক করেছের্ যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনীর্ যাব ক্যাম্পের একটি টীম মেহেরপুরের গাংনীর লক্ষ্ণীনারায়ণপুর ধলা গ্রামে এ অভিযান চালায়। আটক রাহিব ওরফে রাকিব লক্ষ্ণীনারায়ণপুর ধলা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। পুলিশের দাবি সে একজন চিহ্নিত মাদক পাচারকারী। শুক্রবার সকালে তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।র্ যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল হক জানান, আটক রাহিব ওরফে রাকিব প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিমান্ত এলাকা থেকে মাদক এনে পাচার করত। তার কাছে গাঁজা আছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজতে থাকা ৩৬ কেজি গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় বিদু্যৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক বিদু্যৎ গ্রাহককে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। পলিস্ন বিদু্যৎ-২ কর্তৃপক্ষের পলিস্ন বিদু্যৎ কোর্ট-২, ঢাকায় করা এক মামলায় ওয়ারেন্ট হলে তাকে বৃহস্পতিবার থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। সুজির উপজেলার নিতপুর মনোহরপুর গ্রামের শিমুল টুডুর ছেলে। বুধবার পোরশা থানা পুলিশ ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করেন বলে জানান। বিষয়টি পোরশা থানার ওসি শাহীন রেজা নিশ্চিত করেছেন বুধবার পোরশা থানা পুলিশ ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান। মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মধ্যনগরে হাফিজুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে ৩০ বোতল ভারতীয়  মদসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার দুপুর  সাড়ে ১২টার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত মাদককারবারি হাফিজুল ইসলাম ওই ইউনিয়নের  রামপুর গ্রামের মো. সাইদুল ইসলামের  ছেলে। মধ্যনগর থানার ওসি মো. সজীর রহমান  জানান, উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের অন্তর্গত রামপুর গ্রামের হাফিজুল ইসলাম এলাকায় একজন চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। মাদককারবারি হাফিজুর রহমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে যৌথবাহিনীর অভিযানে হাফিজা খাতুন (৪৭) নামে এক নারী মাদকব্যবসায়ীকে ১৭৫ গ্রাম গাঁজা, তিনটি বিদেশি মুদ্রা এবং একটি শটগানের কার্তুজসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার যৌথবাহিনীর অভিযানে উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর গ্রামে হাফিজা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর মো. তবিবুর রহমান এবং তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন। তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, আটককৃত নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সিরাজগঞ্জ কোর্ট হাজতে পাঠানো হয়েছে।