'ইসলামী আন্দোলনের কর্মীদের দ্বীনের বিজয়ের জন্য শপথবদ্ধ হতে হবে'
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মীদের ব্যক্তিগত জীবনে কথা ও কাজে মিল থাকতে হবে। ইসলামের ব্যাপক জ্ঞানার্জন এবং বাস্তব চরিত্রে আর্দশের প্রতিফলন ঘটাতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের দ্বীনের বিজয়ের জন্য শপথবদ্ধ হতে হবে। ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে।
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানার ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এসব কথা বলেন।
৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উলস্নাহ ও পতেঙ্গা থানা আমির এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও ইপিজেড থানা আমির আবুল মোকাররম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুলস্নাহ আল আরিফ, আব্দুর রহিম বিশ্বাস প্রমুখ।