বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বুধবার সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
বক্তারা স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন। তারা ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অব্যাহত শিক্ষা এবং উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ ছাড়াও ফার্মাসিস্টদের জন্য হাসপাতাল, ক্লিনিকাল এবং কমিউনিটি সেটিংসহ সব ক্ষেত্রে বিশেষ করে খাদ্য এবং প্রসাধনী শিল্পে ক্যারিয়ারের সুযোগ নিয়েও নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, গস্ন্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর তানবীর আশরাফ, টেকনিক্যাল অ্যাডভাইজর- কিউএ/কিউসি, ইউএসএআইডির প্রোমোটিং দ্য কোয়ালিটি অফ মেডিসিনস পস্নাস প্রোগ্রাম, ইউএস ফার্মাকোপিয়াল কনভেনশন এবং সিডিডিএসের ডিরেক্টর অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীরসহ সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের অধ্যাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি