নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি এন্ড গভর্ন্যান্স (এসআইপিজি) ২৫ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের পস্নাজা এরিয়ায় বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে একটি পলিসি ডিবেট অনুষ্ঠানের আয়োজন করে। বিতর্কে বিপস্নব পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং এই পরিবর্তনের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
বিতর্ক অনুষ্ঠানে বক্তারা ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রতি আরও স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার আহ্বান জানান।
বিতর্কে অংশ নেন- ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার মহামারিবিদ প্রমিত অনন্য চক্রবর্তী এসআইপিজির পলিসি স্কলার সাকিফ আল এহসান খান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রোগ্রাম অফিসার মোহাম্মদ নাজমুল অভি হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার মো. শাইয়ান সাদিক, বিকাশ লিমিটেডের মনোয়ার আলিম তন্ময়, আইসিডিডিআরবির প্রকল্প গবেষক ডা. আবরার হাসান প্রমুখ।
ডিবেট শেষে, প্রমিত অনন্য চক্রবর্তী নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, 'একটি বৈধ সরকারকে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে যাতে স্থায়ী সংস্কার নিশ্চিত হয়।'
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং এসআইপিজির সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর শান্তি সমন্বয়ক ড. আব্দুল ওয়াহাব এই ডিবেটের মডারেটর ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে, এই ডিবেট দেশের ভবিষ্যত নেতৃত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনার জন্য একটি পস্ন্যাটফর্ম প্রদান করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ও শিক্ষকরা নীতি বিতর্কে উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে তাদের সরাসরি অংশগ্রহণ এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। সংবাদ বিজ্ঞপ্তি