সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
আলোচনা সভা ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী নবী দিবস উপলক্ষে নোয়াখালী প্রেস ক্লাবে দৈনিক সংগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন। প্রধান মেহমান ছিলেন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা উপদেষ্টা শিক্ষাবিদ ইসহাক খোন্দকার বিএসসি। প্রধান আলোচক ছিলেন কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুহাম্মদ আমীনুলস্নাহ। বিশেষ মেহমান ছিলেন গোরাপুর ইসলামি ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মেজবান উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সহসভাপতি শাহ্‌ এমরান সুজন, সহসম্পাদক এ আর আজাদ সোহেল, কোষাধ্যক্ষ আলাউদ্দিন শিবলু, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচি ম মেহেরপুর প্রতিনিধি 'সবুজে সাজাই বাংলাদেশ' এই সেস্নস্নাগানে মেহেরপুর জেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বৃহস্পতিবার মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ফজলুল হক মন্টু। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খাতুন, শিক্ষকমন্ডলী, ক্লাবের সদস্য ওয়াজেদুল হক, দিলারা জাহানসহ অন্যান্য সদস্য ও সমন্বয়কারী চ্যানেল আইর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। কর্মসূচির প্রথম দিনে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ফুটবল টুর্নামেন্ট ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উপজেলার মন্মথপুর জামতলী স্কুল মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী সরদার হামিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম। উদ্বোধনী খেলায় দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জকে ১-০ গোলে হারায় সৈয়দপুর কোচিং সেন্টার। প্রস্তুতিমূলক সভা ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন আবির আহমেদ ও সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন প্রমুখ। সভা অনুষ্ঠিত ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুর সীতান চন্দ্র বিশ্বাসসহ উপজেলার ৭টি ইউনিয়নের হিন্দু সম্প্র্রদায়ের নেতারা। এ সময় বক্তারা সবার কাছে সহযোগিতা কামনা করেন যাতে এই শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হয়। বৃক্ষরোপণ অভিযান ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়পাকৈরে ইকো গার্ডিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোক্তা সাদ উলস্নাহ, রাফি, নোহান হোসাইন, আশরাফুল হাসান, রাতুল সুত্রধর, আল-সাবাহ, আসাদ উলস্নাহ বাবুসহ অন্যান্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কাউছার আহাম্মেদ বলেন, 'ছাত্ররা বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছে এটা একটি ভালো কাজ। এ কাজে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কাজের জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে।' প্রস্তুতি সভা ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদী জেলার মনোহরদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা প্রশাসন হলরুমে এই সভায় সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ওসি জুয়েল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সনজন রায়, সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুপদ সাহাসহ ছাত্র সমন্বয়ক, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। অভিভাবক সমাবেশ ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক শাম্মী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক হাফিজার রহমান, সভাপতি খোরশেদ আলম, বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হুরাইরা বাদশা, সহ-সভাপতি ফজলে মওলা, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবু সালেক প্রামানিক, রুবি বেগম, আল রিসালাত বিন নেওয়াজ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সানজিদা আকতার, রুমা আক্তার প্রমুখ। দোয়া মাহফিল ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি নাটোরের নলডাঙ্গায় জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের আমির আব্দুর রব'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার নায়েবে আমির ইউনুস আলী, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, ড. জিয়াউল হক জিয়া প্রমুখ। এ সময় বৃষ্টি উপেক্ষা করে শত শত জামায়াত নেতাকর্মীরা সিরাতুন্নবী (সা.) উপলক্ষে দোয়া আলোচনা সভায় যোগ দেন। কৃষি প্রণোদনা ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার এর উদ্বোধন করেন। এ সময় ২শ' কৃষককে ১ বিঘা জমির জন্য মাষকলাই এবং সার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উলফাত জাহান, নাজমুল হাসান মামুন, জুলহাস উদ্দিন, শাবলু তালুকদার প্রমুখ। পরিচিতি সভা ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের নতুন পরিচালনা পর্ষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। সভার শুরুতেই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতি তানজিন চৌধুরী লিলি ও বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সভাপতি তানজিন চৌধুরী লিলি বলেন, ময়মনসিংহ জেলার উত্তর জনপদে একমাত্র নারী শিক্ষায় বিশেষ অবদান রেখে চলেছে গৌরীপুর মহিলা (অনার্স) কলেজ। প্রস্তুতিমূলক সভা ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও এস এম ইমাম রাজী টুলু। এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, ৪৮টি পূজামন্ডপের সভাপতি-সেক্রেটারি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ওয়ার্কশপ অনুষ্ঠিত ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে সেইর দ্য চিলড্রেন আয়োজিত ইনভেস্ট ইন ওমেন আইডিয়া চ্যালেঞ্জ ২০২৪-এর বিজয়ী দলের আয়োজনে স্টেম এডুকেশন ও ইনোভেশন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এ ওয়ার্কশপের উদ্বোধন করেন ইউএনও মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম, ইসলামিক ফাউন্ডেশনের নলছিটি উপজেলা সুপারভাইজার মাওলানা শাহাবুদ্দিন, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম বাশার, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমা আক্তার প্রমুখ। শোকসভা অনুষ্ঠিত ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের পরিবহণ বিভাগের মৌসুমি ট্রাক্টর চালক এস এম আবুল বাসারের মৃতু্যতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুলস্নাহ। অন্যদের মধ্যে বাক্তব্য রাখেন মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, সহ-সভাপতি রেজাউল করিম, অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, কৃষি বিভাগের সদস্য আরিফুল ইসলাম, সিআইসি কাজল কুমার বসু প্রমুখ। মতবিনিময় সভা ম ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন লুৎফর রহমান মিঠু, জাকির মোস্তাফিজ মিলু, তানভির হাসান তানু, ফিরোজ আমিন সরকার, শাহ নাজমুল ইসলাম, নুর আফতাব রূপম, এস এম জসিম উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী (রাজস্ব), উপ-পরিচালক সরদার মোস্তফা শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ। মেডিকেল ক্যাম্প ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যাপরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় ১২শ' রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসকদের সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যৌথভাবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. একরামুল রেজা, ডা. জুনাঈদ রহমান লিখন, ডা. মনির হোসেন, ডা. আক্তার হোসেন, ডা. জহিরুল ইসলাম, ডা. জাকিয়া সুলতানা রুনা, ডা. তৌফিকা তামান্না, ডা. তারেক ভূইয়া প্রমুখ। প্রস্তুতিমূলক সভা ম কয়রা (খুলনা) প্রতিনিধি খুলনার কয়রায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার ফয়সাল আহমেদ, ওসি (তদন্ত) শাহ আলম, আনসার ভিডিপি অফিসার আনোয়ারা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশীদ, পলস্নী বিদু্যতের ডিজিএম কাওছার আজম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ হাসান প্রমুখ। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আওতায় কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গফরগাঁও পৌর এলাকার রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বারটান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোসা. আলতাফ উন-নাহারের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ বাস্তবায়িত হয়। প্রশিক্ষক হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিব আল রানা, প্রাণিসম্পদ অফিসার আরিফুল ইসলাম, বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তাসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ দিবস ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের শিবচরে হাইব্রিড জাতের সিডর ও হ্যাপি গ্রিন শসার প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কেরানীবাট এলাকায় ইউএসএআইডি'র অর্থায়নে কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, আইএফডিসির ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মাহমুদা খানম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ অন্যান্য ব্যক্তিরা। ৪০ জন কৃষক ও কৃষাণী নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাসিক সভা ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। এ সময় সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুব আলম, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নিয়ামতপুর পলস্নী বিদু্যৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা অনুষ্ঠিত ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন দপ্তরপ্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুজ্জামান, ওসি আব্দুর হান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, বিএনপি নেতা, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, মাষ্টার হারুনুর রশিদ, উপজেলা জামায়াত নেতা আব্দুল হালিম বিপস্নব, মাওলানা আলাল উদ্দিন, ফারুক হোসাইন, নাগরিক ঐক্য নেতা শহিদুল ইসলাম, আব্দুল বাছেদ বাদশা, সাংবাদিক বজলুর রহমান, আব্দুর রউফ রুবেল, খালিদ হাসান, পবন রায় প্রমুখ। প্রস্তুতি সভা ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগতিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি ও রামগতি পৌর প্রশাসক সম্রাট খিসা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শরৎ মজুমদার, সদস্য সচিব উদয়ন মজুমদার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতারা। চিকিৎসাসেবা ম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সাজেক ইউনিয়নের বাঘাইহাটে লে. কর্নেল খায়রুল আমিনের নির্দেশে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্যাম্পেইনে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকারের উপস্থিতিতে রোগী বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ, ও ক্যাপ্টেন শাহ-নেওয়াজ। সাধারণ জনগণ বলেন, 'আমরা এই এলাকায় বসবাস করি, আমাদের এলাকায় কোনো হাসপাতাল নেই, আমাদের চিকিৎসা এবং ওষুধের জন্য নানা অসুবিধা ভোগ করতে হয়, তাই সেনাবাহিনীর ডাক্তার ছাড়া বিকল্প কোনো উপায় নেই।' মতবিনিময় সভা ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন ইউএনও উজালা রানী চাকমা। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে আহত মনোহরগঞ্জের ১৪ জন অংশ নেন। সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু শাহজাহান কবির, ছাত্র প্রতিনিধি আরিফুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সভা অনুষ্ঠিত ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডিমলায় সব ধর্মাবলম্বীর প্রতিনিধিদের সঙ্গে বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ঝুনাগাছ চাপানী বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ঝুনাগাছ চাপানী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচি ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনাসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই' এই প্রতিপাদ্যে নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। কর্মসূচিতে মালালা প্রকল্পভুক্ত নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয় ও আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের সদস্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর আব্দুল আলিম খান, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসকের সভা ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সঙ্গে কাশিয়ানী উপজেলায় সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহান এবং অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির। এ সময়ে বক্তব্য রাখেন সাংবাদিক নিজামুল আলম মোরাদ, ফায়েকুজামান, পরশ উজির, ডাক্তার মো. সোহান, গিয়াসউদ্দিন, রিজাউল করিম প্রমুখ। ওসির যোগদান ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ফখরুল ইসলাম। বুধবার তিনি এই থানায় যোগদান করেন। জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে থানা অন্যসব রেলওয়ে থানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই থানার পরিধি বেশ বড়। এই থানার ওসি'র শূন্য পদে বুধবার ওসি হিসেবে যোগদান করেছেন ফখরুল ইসলাম। এর আগে তিনি লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার অধিবাসী। কর্মময় জীবনে তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী ও বিরল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।