গোপালগঞ্জে মাহুত হত্যায় অভিযুক্ত হাতির ঠাঁই হয়েছে শেখ মুজিব সাফারি পার্কে!

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত হত্যার দায়ে অভিযুক্ত সেই হাতিকে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে। গত বুধবার বিকালের দিকে ওই হাতিটিকে ট্রাকে করে পার্কে নিয়ে আসা হয়। এর আগে, গত মঙ্গলবার কোটালীপাড়ার একটি গ্রামে নজরুল ইসলাম নামের এক মাহুতকে পায়ে পিষ্ট করে হত্যা করেছিল এই হাতি। পরে বন বিভাগের তত্ত্বাবধানে হাতিটিকে সংরক্ষণ করা হয়। এরপর বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ৩ সদস্যবিশিষ্ট প্রশিক্ষিত একটি দল এটিকে তাদের হাতিশালায় নিয়ে আসেন। সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, এ হাতিটি পুরুষ। এটি দিয়ে কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলতেন দুইজন মাহুত। মাহুতদের একজন ছিলেন নজরুল ইসলাম। একদিন আকস্মিক আক্রমণে তাকে মেরে ফেলার পর বন বিভাগ খবর পেয়ে সেখানে লোকজন পাঠায়। এরপর হাতিটিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসার নির্দেশ দেয়। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন বিভাগ পরবর্তী কার্যক্রম নিয়ে যে দিকনির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেবে পার্ক কর্তৃপক্ষ।