ঘুমের ট্যাবলেটের ভাগ না পেয়ে ভাইকে খুন

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গাজীপুর সদর প্রতিনিধি
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডার থেকে উদ্ধার হওয়া আবু বক্কর হত্যাকান্ডের ঘটনায় সহোদর ভাই হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘুমের ট্যাবলেটের ভাগ না পেয়ে হালিম ক্ষোভে কাচের বোতল ভেঙে তার ছোট ভাইকে হত্যা করে। বৃহস্পতিবার জয়দেবপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ তথ্য জানান। এ সময় থানার ওসি আব্দুল হালিম, পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আজিজুর রহমান উপস্থিত ছিলেন। ওসি হালিম জানান, নিহতের বোন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে, আসামি হালিম ঘুমের ২০টি ট্যাবলেটের ভাগ না পেয়ে রাগে ক্ষোভে পাশে থাকা কাচের ধারালো ভাঙা বোতল দিয়ে আঘাত করে তার ভাই আবু বক্করকে হত্যা করে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।