শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নতুন সভাপতি রাবির ড. আরিফ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নতুন সভাপতি রাবির ড. আরিফ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র অধ্যাপক ড. এম গোলাম আরিফ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে কলেজ পরিবার। পরে ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, 'আমার পরিধি থেকে যতটুকু সম্ভব শিক্ষার মান্নোয়নে উপদেশ দেব। তবে এক্ষেত্রে শিক্ষক ও ছাত্রীদেরকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে।' এছাড়া শিক্ষকদের ক্লাশ নিয়মিত করার জন্য জোর দেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একপত্রে সভাপতি হিসেবে তাকে মনোনীত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে