শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বড়াইগ্রামে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

নাটোর প্রতিনিধি
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বড়াইগ্রামে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রাজাপুর বাজারে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ওই অভিযান পরিচালনা করেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ৪০ হাজার মিটার দৈর্ঘ্যের ৮০০টি নিষিদ্ধ কারেন্ট জাল ফেলে বিক্রেতারা পালিয়ে যায়। পরে জালগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, ধ্বংসকৃত জালের বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে