তিতাসে এক কিশোরের গলিত লাশ উদ্ধার

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বিদু্যৎস্পৃষ্টে তিনজনসহ আরও ৪ অপমৃতু্য
কুমিলস্নার তিতাসে এক কিশোরের হাড়গোড় বের হওয়া গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে, বিদু্যৎস্পৃষ্ট হয়ে গাইবান্ধায় স্বামী-স্ত্রী ও মাদারীপুরের শিবচরে বৃদ্ধের মৃতু্য হয়। অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে হাড়গোড় বের হওয়া এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়ায় পরিত্যক্ত মাছের প্রজেক্টের কচুরিপানার মাঝখান থেকে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার সময় লাশের প্যান্টের পকেটে থাকা ঘড়িটি সচল ছিল। নিহত ব্যক্তি জিয়ারকান্দি পূর্বপাড়ার খান বাড়ির আবদুলস্নাহ খানের ছেলে তানভির খান (১৯)। সে মাদকাসক্ত ও এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিল। নিহতের পিতা আবদুলস্নাহ খান, মাতা সালমা আক্তার, চাচি লিপি বেগম উদ্ধার হওয়া মৃতদেহটি তানভিরের বলে নিশ্চিত করে জানান, তানভির মাদকাসক্ত ও প্রায়ই চুরি করত। গত ৯ দিন আগে সে নিখোঁজ হয়। লাশের সঙ্গে উদ্ধার হওয়া জিন্সের প্যান্ট, গেঞ্জি ও ঘড়ি দেখে আমরা নিশ্চিত হয়েছি এটি তানভিরের। তিতাস থানার ওসি আজিজুল ইসলাম জানান, লাশের কোমড় থেকে উপরের অংশের মাংস পচে বিলীন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ৭-৮ দিন আগের ঘটনা। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডল বাজারসংলগ্ন উত্তর রসুলপুর গ্রামে বৃহস্পতিবার সকালে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃতু্য হয়েছে। নিহতরা হলেন- বিধান চন্দ্র (৩৪) ও স্ত্রী কমলী রাণী (২৯)। জানা গেছে, সকালে বিধান চন্দ্র দাস অটোরিকশা চার্জ দিতে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত হঠাৎ করে তারে হাত লেগে বিধান চন্দ্র বিদু্যৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী কমলী রাণী এগিয়ে আসলে তিনিও বিদু্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনে মারা যান। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে তোতা হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। গত বুধবার উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোতা হাওলাদার ওই এলাকার মাইনউদ্দির হাওলাদারের ছেলে। জানা গেছে, দুপুরে বৃষ্টি হলে বাড়ির কাজের জন্য উঠানে রাখা বালু ঢেকে রাখতে বাইরে যান তোতা হাওলাদার। পাশের একটি ঘরে চার্জ দেওয়া ইজিবাইকের সংযোগের লাইনের তার ছিঁড়ে টিনের ঘরে বিদু্যতায়িত হয়। এ সময় টিনের বেড়ায় স্পর্শ করলে তিনি বিদু্যতায়িত হন। পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তোতা। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর জঙ্গলে একটি গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়। গত বুধবার উপজেলার মহাস্থান মাদ্রাসার পাশে জঙ্গলের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, মহাস্থান মাদ্রাসার উত্তর পশ্চিম পাশে জঙ্গলে একটি গাছের সঙ্গে একজন অজ্ঞাত ব্যক্তির (৫৫) ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। স্থানীয়রা কেউ নাম পরিচয় বলতে পারছেন না। তবে অনেকেই জানিয়েছেন অজ্ঞাত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মহাস্থান এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতেন।