১০ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
'১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার' স্স্নোগানে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিটিপিটি প্রশিক্ষণার্থী পিটিআই ও সহকারী শিক্ষকরা। পিটিআই চত্বর থেকে একটির্ যালি বের হয়।র্ যালিটি শহরের চৌরঙ্গী মোড়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন শিক্ষিকা আমিনা রহমান বৈশাখী, শিক্ষক মাহিদুল ইসলাম, রুহুল আমিন বাবু, রিপন মিয়া, ওয়াজেদ আলম রানা, সাইফুল ইসলাম মানিক, হাবিবুর রহমান, আব্দুল আলিম লেমন প্রমুখ। পরে শিক্ষকরা দশম গ্রেড প্রদানের যৌক্তিকতাসমূহ তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলী উপজেলার সদর রোডে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ব্যানারসহ এ মানববন্ধন করেন। মোমেসেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. মজিদের সভাপত্বিতে ও খোট্টারচর বড় অংকুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, শামসুন্নাহার ইতি, মোসা. রুনা, শহিদুল ইসলাম, মো. ইউসুফ প্রমুখ। তাদের মানববন্ধনের দাবিগুলোকে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিনহাজ উদ্দীন মিঠু, শাম্মী আকতার, জহুরুল ইসলাম, আ. বাকির, হারুনুর রশীদ, গোলাম মূর্তুজা প্রমুখ।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ চত্ব্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে সহকারী শিক্ষক অরুন পালের সঞ্চালনায় বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোশতাক আহমেদ, এমদাদ হোসেন চৌধুরী, সহকারী শিক্ষক তৌহিদা আক্তার, রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মজিবুর রহমান লিটন, জহিরুল ইসলাম, এস এম সাইফুলস্নাহ, মিন্টু সরকার, আফজাল হোসেন, উম্মে কুলসুম আকঞ্জি, মো. ওবায়দুলস্নাহ, পীযুষ কান্তি সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বৈষম্য নিরসন করে অবিলম্বে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।