সেনা কর্মকর্তা লে. তানজিম সারোয়ার নির্জনকে হত্যার বিচার দাবিতে মৌলভীবাজারে ও বরগুনার আমতলীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকান্ডের প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিটি রেভুলেশনের আয়োজনে মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বুলবুল আহমেদ সুজেল, তাজিক আনাম জামি, অপু আলম, মামুন তরফদার, আশফাকুর রহমান চৌধুরী, ইরফান আহমেদ শিবুল, পাবেল আহমেদ রাফি, সৈয়দ,আদনান সাঈফ, রায়হান মাহমুদ প্রমুখ।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনা জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক ও আমতলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মৃধাসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার উপজেলার ফকিরবাড়ি বাজারে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধনে সভাপতিত্ব করেন আমতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন মৃধা। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কালাম মৃধা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন মামুন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য ফিরোজ খান তাপস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজি সোলায়মান প্রমুখ।
বক্তারা জানান, মামলার বাদী একজন জাল টাকা ব্যবসায়ী ও পিলারের ব্যবসার সঙ্গে জড়িতের অভিযোগে একাধিকবারর্ যাবের হাতে আটক হয়েছেন এবং জেল খেটেছেন। বাদীর ছেলে গাজী হান্নান আমতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি থাকাকালীন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তিনি বিভিন্ন দোকানঘর দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। আমরা এ মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মামলায় সাক্ষী নয়ন বলেন, ফকিরবাড়ি বাজারে কোনো ভাঙচুর কিংবা চাঁদাবাজির ঘটনা ঘটেনি। যাদেরকে মামলায় সাক্ষী হিসেবে নাম দেওয়া হয়েছে, তারা নিজেরাও এ বিষয়ে জানেন না।